মে মাসের ১৭ ও ২৪ তারিখ (শনিবার) দেশের সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
ঈদুল আজহা উপলক্ষে সরকার ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে। সেই ছুটির সমন্বয়ে ১৭ ও ২৪ মে অফিস খোলা রাখার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই নির্দেশনা দেয়।
বুধবার (৭ মে) এ বিষয়ে এক অফিস আদেশ জারি করা হয়। এতে উল্লেখ করা হয়, এসব দিনগুলোতে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে বিশ্ববিদ্যালয় খোলা রাখার ব্যবস্থা নিতে বলা হয়েছে।