বাংলাদেশ পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজি এবং ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বদলি হওয়া অতিরিক্ত ডিআইজিদের মধ্যে রয়েছেন:
মো. ইকবাল: ট্যুরিস্ট পুলিশ থেকে ঢাকা ১২ এপিবিএনের অধিনায়ক,
একেএম মোশাররফ হোসেন মিয়াজী: টিডিএস থেকে ঢাকা এসবিতে,
মো. আব্দুর রাজ্জাক: পুলিশ স্টাফ কলেজ থেকে আরআরএফে,
মোহাম্মদ হারুন-অর-রশিদ: সিআইডি থেকে ঢাকা ৫ এপিবিএনে,
মো. মিজানুর রহমান: ঢাকা এসবি থেকে রংপুর পিটিসিতে,
সৈয়দা জান্নাত আরা: সিআইডি থেকে রংপুর পিটিসিতে,
শামীমা আক্তার: ঢাকা ৫ এপিবিএন থেকে অ্যান্টি টেররিজম ইউনিটে,
মোহাম্মদ মোখলেছুর রহমান: ঢাকা এসবি থেকে খাগড়াছড়ির বিশেষায়িত ট্রেনিং সেন্টারে,
এ এইচ এম আবদুর রকিব: ঢাকা এসবি থেকে নোয়াখালী পিটিসিতে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ তাৎক্ষণিক কার্যকর হবে বলে জানানো হয় উপ-সচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে।
আরেক প্রজ্ঞাপনে আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে:
এ কে এম আওলাদ হোসেন: অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) পুলিশ টেলিকম,
মো. ছিবগত উল্লাহ: অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) সিআইডি,
গাজী জসীম উদ্দিন: অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) শিল্পাঞ্চল পুলিশ,
মো. তাওফিক মাহবুব চৌধুরী: প্রিন্সিপাল (অতিরিক্ত আইজি), বিপিএ, সারদা,
রেজাউল করিম মল্লিক: ডিআইজি, ঢাকা রেঞ্জ,
ড. শোয়েব রিয়াজ আলম: ডিআইজি, এসপিবিএন।