আগামী ১০ মে থেকে সারাদেশে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫’ পালন শুরু হবে। ওই দিন ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদফতরে সপ্তাহটির উদ্বোধন এবং ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৪’ প্রদান করা হবে।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন এবং পুরস্কার বিতরণ করবেন। সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং স্বাগত বক্তব্য রাখবেন। মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।
এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’।
শিশুদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে উৎসাহ দিতে এবং প্রাথমিক শিক্ষার উন্নয়নে অবদান রাখায় ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ১৪টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। শিক্ষার্থীদের ক্রীড়া, সংস্কৃতি ও কুইজ প্রতিযোগিতার ভিত্তিতে ১৮টি ক্যাটাগরিতে মোট ১০৮টি পুরস্কার এবং ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ৪২টি পুরস্কারসহ মোট ১৫০টি পুরস্কার দেওয়া হবে।
শিক্ষার্থীদের জন্য পুরস্কারের অর্থমূল্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ৩০, ২৫ ও ২০ হাজার টাকা এবং পদক ও সনদ থাকবে। ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে সেরা অবস্থানকারীরা পাবেন ৫০ হাজার টাকা, পদক/ক্রেস্ট ও সনদ।
উপজেলা ও বিদ্যালয় পর্যায়ে নানা প্রতিযোগিতা, আলোচনা সভা, পরিচ্ছন্নতা অভিযান এবং শিক্ষা উপকরণ প্রদর্শনীসহ নানা আয়োজনে এই সপ্তাহ উদযাপন করা হবে। জাতীয় পর্যায়ে বিতর্ক, ভিডিও প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে।