ঢাকা , বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
যৌতুকবিহীন বিয়ে, জামায়াতের উপহার পেল নবদম্পতিরা ঢাকার সাবেক এমপি হাবিব হাসানের ছোট ভাই গ্রেফতার ক্রিকেটার রুবেলের ভাতিজা নিখোঁজ বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় শেখ হাসিনার সাবেক সহকারী গ্রেফতার সংগঠনবিরোধী কর্মকাণ্ডে গাইবান্ধার সাহাবুল ইসলাম বহিষ্কার আসামি গ্রেফতারে পূর্বানুমতির আদেশ চেম্বার আদালতেও স্থগিত ডিএনসিসিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি: অযথা হর্ন বাজানো গাড়ির চালক শনাক্তে উদ্যোগ ডেঙ্গু নিয়ন্ত্রণে ‘ভালো মশা’: বাংলাদেশে উলবাকিয়া প্রযুক্তির সফল অগ্রগতি পরীক্ষার আগের দিন ফেসবুকে প্রশ্ন ফাঁস, শিক্ষক রঞ্জিত কুমার ঘোষ তদন্তের মুখে বাংলাদেশ পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিসহ ১৫ কর্মকর্তার বদলি

ক্রিকেটার রুবেলের ভাতিজা নিখোঁজ

বাংলাদেশের হয়ে অনেক ইতিহাসের সাক্ষী রুবেল হোসেন, অনেক কালজয়ী কীর্তির কুশীলবও তিনি। সেই রুবেল হোসেন অবশ্য এখন জাতীয় দল থেকে অনেক দূরে।

রুবেল এবার আলোচনায় এলেন ভিন্ন কারণে। তার পরিবারের ওপর নেমে এসেছে নতুন বিপদ। তার বড় ভাইয়ের ছেলে নিখোঁজ রয়েছেন গতকাল বুধবার সন্ধ্যা থেকে।

বুধবার দিবাগত রাতে রুবেল হোসেন নিজে ফেসবুকে পোস্ট করে সাহায্য চেয়েছেন সবার। এরপর তামিম ইকবাল নিজের ফেসবুক পোস্টে বিষয়টি প্রচার করেন।

সেখানে তারা লিখেছেন, ‘নিখোঁজ সংবাদ। নাম: তামিম হোসেন (বয়স ১৪)। জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার রুবেল হোসেনের আপন বড় ভাইয়ের ছেলে সন্ধ্যা ৬টায় বাগেরহাট  ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা থেকে বের হয়। তারপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। যদি কোন সহৃদয় ব্যক্তি খোজ বা তথ্য পান তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। পিতা : সাগর হোসেন, ০১৯৬০০৭০৪১৩।’

পেসার রুবেল হোসেন বাংলাদেশের হয়ে প্রথম খেলেছিলেন ২০০৯ সালের জানুয়ারিতে। এরপর প্রায় ১ যুগ দেশের হয়ে খেলেছেন তিনি। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারী তিনি।

১০৪ ওয়ানডেতে তিনি ১২৯ উইকেট নিয়েছেন। টেস্টে ২৭ ম্যাচে ৩৬ উইকেট তার। টি-টোয়েন্টিতে ২৮ ম্যাচে ২৮ উইকেট নিয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে তিনি সবশেষ খেলেছিলেন ২০২১ সালের এপ্রিলে, নিউজিল্যান্ডের বিপক্ষে।

এরপর থেকে তিনি আর বাংলাদেশের হয়ে ম্যাচ খেলতে পারেননি। অবশ্য তিনি এখন ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন। সবশেষ বিপিএলে তিনি খেলেছেন খুলনা টাইগার্সের হয়ে, যদিও ম্যাচ পেয়েছেন মোটে একটি।

জনপ্রিয়

যৌতুকবিহীন বিয়ে, জামায়াতের উপহার পেল নবদম্পতিরা

ক্রিকেটার রুবেলের ভাতিজা নিখোঁজ

প্রকাশিত: ৫ ঘন্টা আগে

বাংলাদেশের হয়ে অনেক ইতিহাসের সাক্ষী রুবেল হোসেন, অনেক কালজয়ী কীর্তির কুশীলবও তিনি। সেই রুবেল হোসেন অবশ্য এখন জাতীয় দল থেকে অনেক দূরে।

রুবেল এবার আলোচনায় এলেন ভিন্ন কারণে। তার পরিবারের ওপর নেমে এসেছে নতুন বিপদ। তার বড় ভাইয়ের ছেলে নিখোঁজ রয়েছেন গতকাল বুধবার সন্ধ্যা থেকে।

বুধবার দিবাগত রাতে রুবেল হোসেন নিজে ফেসবুকে পোস্ট করে সাহায্য চেয়েছেন সবার। এরপর তামিম ইকবাল নিজের ফেসবুক পোস্টে বিষয়টি প্রচার করেন।

সেখানে তারা লিখেছেন, ‘নিখোঁজ সংবাদ। নাম: তামিম হোসেন (বয়স ১৪)। জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার রুবেল হোসেনের আপন বড় ভাইয়ের ছেলে সন্ধ্যা ৬টায় বাগেরহাট  ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা থেকে বের হয়। তারপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। যদি কোন সহৃদয় ব্যক্তি খোজ বা তথ্য পান তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। পিতা : সাগর হোসেন, ০১৯৬০০৭০৪১৩।’

পেসার রুবেল হোসেন বাংলাদেশের হয়ে প্রথম খেলেছিলেন ২০০৯ সালের জানুয়ারিতে। এরপর প্রায় ১ যুগ দেশের হয়ে খেলেছেন তিনি। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারী তিনি।

১০৪ ওয়ানডেতে তিনি ১২৯ উইকেট নিয়েছেন। টেস্টে ২৭ ম্যাচে ৩৬ উইকেট তার। টি-টোয়েন্টিতে ২৮ ম্যাচে ২৮ উইকেট নিয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে তিনি সবশেষ খেলেছিলেন ২০২১ সালের এপ্রিলে, নিউজিল্যান্ডের বিপক্ষে।

এরপর থেকে তিনি আর বাংলাদেশের হয়ে ম্যাচ খেলতে পারেননি। অবশ্য তিনি এখন ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন। সবশেষ বিপিএলে তিনি খেলেছেন খুলনা টাইগার্সের হয়ে, যদিও ম্যাচ পেয়েছেন মোটে একটি।