ঢাকা , শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয় গাইবান্ধায় জুয়ার আসর ও অশ্লীল নৃত্যের প্যান্ডেলে আগুন দিল ক্ষুদ্ধ জনতা হজ ক্যাম্পেইন প্রতারনার সাথে জড়িতদের গ্রেফতার করছে সৌদি সুন্দরী তরুণীদের ‘হানি ট্র্যাপে’ ধরা পড়ছে ধনাঢ্য ও প্রভাবশালীরা হাসিনা সরকার পতনের পরেও থামছে না তাণ্ডব—আকবর আলীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী কোপা দেল রে ফাইনালে ক্লাসিকো উত্তাপ: আনচেলত্তির ভাগ্য নির্ধারণের ম্যাচ আজ চবির ঝুলন্ত সেতু আরো নান্দনিক হচ্ছে ৪৯তম বিসিএস থেকে আসছে যুগোপযোগী নতুন সিলেবাস ‘গ্রোক স্টুডিও’র প্রথম সংস্করণে এলো কোড সম্পাদনা ও গুগল ড্রাইভ সংযোগ সুবিধা এএইচএফ কাপে সেমিফাইনালে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

কোপা দেল রে ফাইনালে ক্লাসিকো উত্তাপ: আনচেলত্তির ভাগ্য নির্ধারণের ম্যাচ আজ

আজ মাঝরাতে সেভিয়ার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌসুমের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ—কোপা দেল রে’র ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। শুধু একটি ট্রফির লড়াই নয়, এই ম্যাচে জড়িয়ে আছে একাধিক রোমাঞ্চকর উপাখ্যান।

রিয়াল মাদ্রিদের ডাগআউটে হয়তো আজই শেষবারের মতো দেখা যেতে পারে কার্লো আনচেলত্তিকে। গুঞ্জন রয়েছে, বার্সেলোনার কাছে হারলে রিয়াল থেকে বিদায় নিতে হবে ইতালিয়ান এই কোচকে। এতে অবশ্য লাভবান হবে ব্রাজিল, কারণ আনচেলত্তিকে জাতীয় দলের কোচ করার পথে আর কোনো বাধা থাকবে না তাদের।

লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা দৌড়ে পিছিয়ে পড়া রিয়ালের সামনে এখন একমাত্র সুযোগ কোপা দেল রে জিতে সম্মান রক্ষা করা। গত মৌসুমে যেখানে রিয়াল হেরেছিল মাত্র দুটি ম্যাচ, সেখানে এবার এরই মধ্যে হার দেখেছে ১২টি। এই ফাইনাল জিতে নিজেদের মর্যাদা ফিরে পাওয়ার দৃঢ় সংকল্প আনচেলত্তির শিষ্যদের।

হান্সি ফ্লিকের বার্সেলোনা এই মৌসুমে চারটি শিরোপা জয়ের দারুণ সম্ভাবনায় রয়েছে। লিগের প্রথম এল ক্লাসিকোতে রিয়ালকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও ৫-২ গোলে বিধ্বস্ত করেছিল বার্সা। আজকের ম্যাচেও ফেভারিট হিসেবে মাঠে নামছে কাতালানরা।

রিয়ালের আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও এনদ্রিকের মতো তিন ব্রাজিলীয় খেলোয়াড় থাকলেও, বার্সার হয়ে খেলছেন একমাত্র ব্রাজিলিয়ান রাফিনিয়া। তবে মজার ব্যাপার হলো, ব্রাজিলের ফুটবলপ্রেমীরা আজ রিয়ালের হার কামনা করছে, শুধু আনচেলত্তির জন্য!

ম্যাচের আগে বার্সাকে ফেভারিট হিসেবে মেনে নিয়েছেন আনচেলত্তি, তবে তার চোখে ফাইনাল সবসময়ই অনিশ্চিত, “এবার হয়তো বার্সেলোনা ফেভারিট। কিন্তু ফাইনাল তো ফাইনালই। যে কোনো কিছু হতে পারে।”

অন্যদিকে, রিয়ালের শক্তিকে খাটো করতে নারাজ বার্সা কোচ হান্সি ফ্লিক, “রিয়াল মাদ্রিদ অবিশ্বাস্য এক দল। তাদের আছে বিশ্বের অন্যতম সেরা কোচ, যিনি সব কিছু জিতেছেন। ফাইনালে জিততে শতভাগ দিতে হবে আমাদের।”

এল ক্লাসিকোর উত্তাপ যে আজ মধ্যরাতে চরমে পৌঁছাবে, তা আর বলার অপেক্ষা রাখে না। কার্লো আনচেলত্তির ভাগ্যে কী আছে, রিয়াল কি পারে মৌসুম বাঁচাতে, নাকি বার্সা নিজেদের শ্রেষ্ঠত্ব আরো এক ধাপ এগিয়ে নেয়? উত্তর মিলবে সেভিয়ার মাঠে, ফুটবল ভক্তদের চোখ যে আজ সেইদিকেই!

জনপ্রিয়

কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয়

কোপা দেল রে ফাইনালে ক্লাসিকো উত্তাপ: আনচেলত্তির ভাগ্য নির্ধারণের ম্যাচ আজ

প্রকাশিত: ৫ ঘন্টা আগে

আজ মাঝরাতে সেভিয়ার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌসুমের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ—কোপা দেল রে’র ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। শুধু একটি ট্রফির লড়াই নয়, এই ম্যাচে জড়িয়ে আছে একাধিক রোমাঞ্চকর উপাখ্যান।

রিয়াল মাদ্রিদের ডাগআউটে হয়তো আজই শেষবারের মতো দেখা যেতে পারে কার্লো আনচেলত্তিকে। গুঞ্জন রয়েছে, বার্সেলোনার কাছে হারলে রিয়াল থেকে বিদায় নিতে হবে ইতালিয়ান এই কোচকে। এতে অবশ্য লাভবান হবে ব্রাজিল, কারণ আনচেলত্তিকে জাতীয় দলের কোচ করার পথে আর কোনো বাধা থাকবে না তাদের।

লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা দৌড়ে পিছিয়ে পড়া রিয়ালের সামনে এখন একমাত্র সুযোগ কোপা দেল রে জিতে সম্মান রক্ষা করা। গত মৌসুমে যেখানে রিয়াল হেরেছিল মাত্র দুটি ম্যাচ, সেখানে এবার এরই মধ্যে হার দেখেছে ১২টি। এই ফাইনাল জিতে নিজেদের মর্যাদা ফিরে পাওয়ার দৃঢ় সংকল্প আনচেলত্তির শিষ্যদের।

হান্সি ফ্লিকের বার্সেলোনা এই মৌসুমে চারটি শিরোপা জয়ের দারুণ সম্ভাবনায় রয়েছে। লিগের প্রথম এল ক্লাসিকোতে রিয়ালকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও ৫-২ গোলে বিধ্বস্ত করেছিল বার্সা। আজকের ম্যাচেও ফেভারিট হিসেবে মাঠে নামছে কাতালানরা।

রিয়ালের আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও এনদ্রিকের মতো তিন ব্রাজিলীয় খেলোয়াড় থাকলেও, বার্সার হয়ে খেলছেন একমাত্র ব্রাজিলিয়ান রাফিনিয়া। তবে মজার ব্যাপার হলো, ব্রাজিলের ফুটবলপ্রেমীরা আজ রিয়ালের হার কামনা করছে, শুধু আনচেলত্তির জন্য!

ম্যাচের আগে বার্সাকে ফেভারিট হিসেবে মেনে নিয়েছেন আনচেলত্তি, তবে তার চোখে ফাইনাল সবসময়ই অনিশ্চিত, “এবার হয়তো বার্সেলোনা ফেভারিট। কিন্তু ফাইনাল তো ফাইনালই। যে কোনো কিছু হতে পারে।”

অন্যদিকে, রিয়ালের শক্তিকে খাটো করতে নারাজ বার্সা কোচ হান্সি ফ্লিক, “রিয়াল মাদ্রিদ অবিশ্বাস্য এক দল। তাদের আছে বিশ্বের অন্যতম সেরা কোচ, যিনি সব কিছু জিতেছেন। ফাইনালে জিততে শতভাগ দিতে হবে আমাদের।”

এল ক্লাসিকোর উত্তাপ যে আজ মধ্যরাতে চরমে পৌঁছাবে, তা আর বলার অপেক্ষা রাখে না। কার্লো আনচেলত্তির ভাগ্যে কী আছে, রিয়াল কি পারে মৌসুম বাঁচাতে, নাকি বার্সা নিজেদের শ্রেষ্ঠত্ব আরো এক ধাপ এগিয়ে নেয়? উত্তর মিলবে সেভিয়ার মাঠে, ফুটবল ভক্তদের চোখ যে আজ সেইদিকেই!