মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়ের বিরুদ্ধে আবারও শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ তথ্য নিশ্চিত করে।
ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে আউট হওয়ার পর উইকেটে নির্দিষ্ট সময়ের বেশি সময় দাঁড়িয়ে থাকা এবং আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ৫.২.৬ ধারা ভঙ্গ করেন হৃদয়। এর ফলে তাকে ১ ডিমেরিট পয়েন্ট ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আগের সাত ডিমেরিট পয়েন্টের সঙ্গে নতুন করে এক পয়েন্ট যুক্ত হওয়ায় হৃদয়ের মোট ডিমেরিট দাঁড়ায় আটে, যার কারণে তাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
এরই মধ্যে হৃদয় এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করেছেন। তবে গুরুত্বপূর্ণ শিরোপা নির্ধারণী ম্যাচে আবাহনীর বিপক্ষে এবং আগামী মৌসুমের প্রথম দুই ম্যাচেও মোহামেডান তাকে দলে পাবে না।
বিষয়টি নিয়ে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু বলেন, ‘‘প্রিমিয়ার লিগের কোড অব কনডাক্টে স্পষ্ট লেখা আছে আউট হওয়ার পর একটি নির্দিষ্ট সময়ের বেশি আপনি উইকেটে থাকতে পারবেন না। এই আইন হঠাৎ করে নয়, আইসিসির নিয়ম থেকেই নেওয়া। হৃদয়ের শাস্তি নিয়ে সমালোচনা করার আগে আইনের বিষয়গুলো ভালোভাবে জানা উচিত।’’
তিনি আরও বলেন, ‘‘আমাদের সব খেলোয়াড়ের উচিত টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ম্যাচের আইন পড়ে নেওয়া। আইন আগে থেকেই দেওয়া হয়। ৯০ ভাগ ম্যাচ হয়ে যাওয়ার পর আইনের বিষয়ে প্রশ্ন তোলা সঠিক নয়।’’
তামিম ইকবালের অসুস্থতার কারণে মোহামেডানের নেতৃত্বের দায়িত্ব পাওয়া হৃদয়কে হারানো শিরোপা প্রত্যাশী মোহামেডানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এখন গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে দলটিকে।