এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৫৬৭৭.২৯ মিলিয়ন বা ২৫.৬৭ বিলিয়ন মার্কিন ডলার। বুধবার (৭ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি জানান, মার্চ–এপ্রিল সময়ের জন্য আকুতে ১৮৮২.০৬ মিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। ফলে রিজার্ভ কিছুটা হ্রাস পেয়েছে।
আকু একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা, যার আওতায় বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, ইরান, মিয়ানমার ও মালদ্বীপ প্রতি দুই মাস অন্তর লেনদেন নিষ্পত্তি করে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, ৭ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৫৬৭৭.২৯ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ এখন ২০২৯১.২১ মিলিয়ন ডলার।
এর আগের দিন, ৬ মে পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ২৭৪৪৪.৯৬ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২২০৬১.৯০ মিলিয়ন ডলার।
আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী নিট রিজার্ভ হিসাব করতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করা হয়।