ঝিনাইদহের মহেশপুর সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় নারী-শিশুসহ ৩৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এছাড়াও পৃথক অভিযানে ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ মে) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতদের মধ্যে ১৪ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।
বিজিবি জানিয়েছে, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন মাটিলা, কুসুমপুর ও বাঘাডাঙ্গা বিওপির পৃথক অভিযানে এসব বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। এছাড়া গয়েশপুর বিওপির পৃথক অভিযানে ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আটক ১৫ পুরুষ বাংলাদেশিকে আদালতে সোপর্দ করা হবে।