ঢাকা , বুধবার, ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
যশোরের চৌগাছায় আসামি ধরতে গিয়ে ওসিসহ ৭ পুলিশ সদস্য আহত নারায়ণগঞ্জে তিন কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, একটি কারখানাকে জরিমানা গাইবান্ধায় খাদ্যবান্ধব কর্মসূচির ১১৯ বস্তা চালসহ বিএনপি নেতা আটক কুসংস্কার রোধে শতবর্ষী বটগাছ কেটে ফেললেন মাদারীপুরের আলেমরা ৩এফ৪ডি সেচ পদ্ধতিতে চালের আর্সেনিক কমবে ৪০ শতাংশ পর্যন্ত: বাকৃবির গবেষণা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা, ভাইরাল ভিডিও ডিএমপির সংক্ষিপ্ত বিচার আদালতে এপ্রিল মাসে ৪৭৭ মামলা নিষ্পত্তি পদ্ধতিগত সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা ড. ইউনূস রাখাইনের প্রশাসনে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব চায় বাংলাদেশ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়াল ২৭ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে

প্যাথলজিক্যাল স্যাম্পল পাঠানোর আদেশে এক দিনের মধ্যে অবস্থান বদল

বিদেশে প্যাথলজিক্যাল স্যাম্পল পাঠাতে স্বাস্থ্য অধিদফতরের অনুমতি বাধ্যতামূলক করার আদেশ জারির এক দিনের মাথায় সেই অবস্থান থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি।

 

মঙ্গলবার (৬ মে) অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদেশে প্যাথলজিক্যাল স্যাম্পল বা জৈব নমুনা পাঠানোর আদেশটি শর্তসাপেক্ষে আগামী চার মাসের জন্য স্থগিত রাখা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সময়ের মধ্যে যেসব ল্যাব বিদেশে নমুনা পাঠায়, তাদের দেশে পরীক্ষা করার সক্ষমতা অর্জন করতে হবে। দেশে যেসব জরুরি পরীক্ষা সম্ভব নয়, সেগুলোর একটি তালিকা বিশেষজ্ঞ প্যানেল তৈরি করবে এবং সেসব নমুনা অনুমতি নিয়ে বিদেশে পাঠানো যাবে।

 

এর আগে সোমবার এক অফিস আদেশে স্বাস্থ্য অধিদফতর জানায়, বিদেশে কোনো প্যাথলজিক্যাল স্যাম্পল পাঠাতে হলে পূর্বানুমতি বাধ্যতামূলক, অন্যথায় তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এই নির্দেশনার আওতায় রোগ নির্ণয়, গবেষণা বা পরীক্ষামূলক উদ্দেশ্যেও পাঠানো স্যাম্পল পড়বে।

 

 

জনপ্রিয়

যশোরের চৌগাছায় আসামি ধরতে গিয়ে ওসিসহ ৭ পুলিশ সদস্য আহত

প্যাথলজিক্যাল স্যাম্পল পাঠানোর আদেশে এক দিনের মধ্যে অবস্থান বদল

প্রকাশিত: ৪ ঘন্টা আগে

বিদেশে প্যাথলজিক্যাল স্যাম্পল পাঠাতে স্বাস্থ্য অধিদফতরের অনুমতি বাধ্যতামূলক করার আদেশ জারির এক দিনের মাথায় সেই অবস্থান থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি।

 

মঙ্গলবার (৬ মে) অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদেশে প্যাথলজিক্যাল স্যাম্পল বা জৈব নমুনা পাঠানোর আদেশটি শর্তসাপেক্ষে আগামী চার মাসের জন্য স্থগিত রাখা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সময়ের মধ্যে যেসব ল্যাব বিদেশে নমুনা পাঠায়, তাদের দেশে পরীক্ষা করার সক্ষমতা অর্জন করতে হবে। দেশে যেসব জরুরি পরীক্ষা সম্ভব নয়, সেগুলোর একটি তালিকা বিশেষজ্ঞ প্যানেল তৈরি করবে এবং সেসব নমুনা অনুমতি নিয়ে বিদেশে পাঠানো যাবে।

 

এর আগে সোমবার এক অফিস আদেশে স্বাস্থ্য অধিদফতর জানায়, বিদেশে কোনো প্যাথলজিক্যাল স্যাম্পল পাঠাতে হলে পূর্বানুমতি বাধ্যতামূলক, অন্যথায় তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এই নির্দেশনার আওতায় রোগ নির্ণয়, গবেষণা বা পরীক্ষামূলক উদ্দেশ্যেও পাঠানো স্যাম্পল পড়বে।