ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

স্টেডিয়াম চত্বর হবে বাণিজ্যমুক্ত, ২০২৬ থেকে মিরপুর স্টেডিয়ামের দোকানগুলোর চুক্তি নবায়ন নয়

বিশ্বের অধিকাংশ দেশেই স্টেডিয়ামের চারপাশে বাণিজ্যিক স্থাপনা থাকে না, কিন্তু বাংলাদেশে চিত্রটা ঠিক উল্টো। বিশেষ করে রাজধানীর পল্টনে অবস্থিত ঢাকা জাতীয় স্টেডিয়াম এবং মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের চারপাশ ঘিরে রয়েছে শয়ে শয়ে দোকান। এতে স্টেডিয়াম চত্বরে হাঁটারও উপায় থাকে না অনেক সময়।

তবে এবার এই চিত্র বদলাতে যাচ্ছে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামকে বাণিজ্যিক স্থাপনামুক্ত করার উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম।

তিনি জানান, “২০২৬ সালের পর মিরপুর স্টেডিয়ামের কোনো দোকানের সঙ্গেই চুক্তি নবায়ন করা হবে না। ধাপে ধাপে দেশের সব স্টেডিয়াম চত্বর থেকে দোকান সরিয়ে নেওয়া হবে।”

জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, জাতীয় স্টেডিয়ামের প্রবেশপথ প্রশস্ত করতে ইতোমধ্যে দুটি দোকান সরিয়ে নিতে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে। পণ্যসামগ্রী রাস্তায় রেখে চলাচলে বাধা সৃষ্টি ও স্টেডিয়ামের সৌন্দর্য নষ্ট হওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে আরও দোকান সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে দেশের স্টেডিয়ামগুলোতে সাধারণ দর্শনার্থীদের যাতায়াত সহজ হবে এবং আন্তর্জাতিক মানের পরিবেশ বজায় রাখা যাবে বলে আশা করছে জাতীয় ক্রীড়া পরিষদ।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

স্টেডিয়াম চত্বর হবে বাণিজ্যমুক্ত, ২০২৬ থেকে মিরপুর স্টেডিয়ামের দোকানগুলোর চুক্তি নবায়ন নয়

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

বিশ্বের অধিকাংশ দেশেই স্টেডিয়ামের চারপাশে বাণিজ্যিক স্থাপনা থাকে না, কিন্তু বাংলাদেশে চিত্রটা ঠিক উল্টো। বিশেষ করে রাজধানীর পল্টনে অবস্থিত ঢাকা জাতীয় স্টেডিয়াম এবং মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের চারপাশ ঘিরে রয়েছে শয়ে শয়ে দোকান। এতে স্টেডিয়াম চত্বরে হাঁটারও উপায় থাকে না অনেক সময়।

তবে এবার এই চিত্র বদলাতে যাচ্ছে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামকে বাণিজ্যিক স্থাপনামুক্ত করার উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম।

তিনি জানান, “২০২৬ সালের পর মিরপুর স্টেডিয়ামের কোনো দোকানের সঙ্গেই চুক্তি নবায়ন করা হবে না। ধাপে ধাপে দেশের সব স্টেডিয়াম চত্বর থেকে দোকান সরিয়ে নেওয়া হবে।”

জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, জাতীয় স্টেডিয়ামের প্রবেশপথ প্রশস্ত করতে ইতোমধ্যে দুটি দোকান সরিয়ে নিতে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে। পণ্যসামগ্রী রাস্তায় রেখে চলাচলে বাধা সৃষ্টি ও স্টেডিয়ামের সৌন্দর্য নষ্ট হওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে আরও দোকান সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে দেশের স্টেডিয়ামগুলোতে সাধারণ দর্শনার্থীদের যাতায়াত সহজ হবে এবং আন্তর্জাতিক মানের পরিবেশ বজায় রাখা যাবে বলে আশা করছে জাতীয় ক্রীড়া পরিষদ।