অপারেশন ডেভিল হান্টের অভিযানে একটি বিয়ে অনুষ্ঠান থেকে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টার দিকে জেলা সদর উপজেলার বার্গী লেকভ্যালি রিসোর্টের বিয়ে অনুষ্ঠান থেকে তাকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিয়ে অনুষ্ঠানে খাওয়া–দাওয়ার (ভোজ) পর্ব শেষে সবার মাঝ থেকেই প্রকাশ চাকমাকে সাদা পোশাকে ডিবি পুলিশের সদস্যরা আটক করে। এ ঘটনায় তাৎক্ষণিক বিয়ে অনুষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আটকের বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা প্রকাশ চাকমাকে একটি বিয়ে অনুষ্ঠান থেকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, প্রকাশ চাকমা ২০১৫ সালের ৩ জুন থেকে ২০২৪ সালের ২৯ এপ্রিল পর্যন্ত প্রায় ৯ বছর রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার সঙ্গে সভাপতির দায়িত্বে ছিলেন আব্দুল জব্বার সুজন।