দেশের ছাত্র জনতা এবং প্রাজ্ঞ আলেম ও মুসলিম নেতৃবৃন্দের ভূমিকার প্রশংসা করে তাদের ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “বাংলাদেশ আর কারো ষড়যন্ত্রের সামনে পরাস্ত হবে না।”
মাহফুজ আলম লেখেন, “ছাত্র জনতাকে অভিবাদন! দায়িত্ব ও দরদের নজির দেখিয়ে আপনারা বাংলাদেশকে গর্বিত করেছেন। আমাদের অভ্যন্তরীণ শক্তিই বহিঃশত্রুর ষড়যন্ত্র মোকাবিলায় সক্ষম হবে।”
তিনি বিশেষভাবে দেশের প্রাজ্ঞ আলেম ও মুসলিম নেতৃবৃন্দের ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনারা বাঙালি মুসলমানকে দায়িত্বশীল আচরণে অনুপ্রাণিত করেছেন। ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার জন্য আপনাদের উদ্যোগ এ দেশে আপনাদের সম্মান ও অংশীদারিত্ব আরও সুসংহত করবে।”
মাহফুজ আলম নেতিবাচকতা ও ভাঙনের মানসিকতা থেকে বেরিয়ে এসে সৃজনশীল ও ইতিবাচক চিন্তায় রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে বলেন, “এই রাষ্ট্র পরিগঠন করলেই শহিদ আলিফসহ অন্য শহিদদের আত্মত্যাগ অর্থবহ হয়ে উঠবে।”
তার বক্তব্যে ছাত্র জনতা ও আলেমদের ঐক্য এবং দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করা হয়েছে, যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।