হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজ স্থানচ্যুত হয়ে কুয়েত এয়ারওয়েজের একটি উড়োজাহাজের দরজা ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকের এ ঘটনায় অবশ্য কেউ হতাহত হননি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে দরজা খুলে পড়ায় ঢাকা বিমানবন্দরে গ্রাউন্ডেড হয়েছে উড়োজাহাজটি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, কুয়েত এয়ারওয়েজের বোয়িং ৭৭৭-৩০০ মডেলের উড়োজাহাজটি মঙ্গলবার রাত দেড়টার দিকে ঢাকায় অবতরণ করে। পরে সেটিকে বিমানবন্দরের ৬ নম্বর বোর্ডিং ব্রিজে জুড়ে দেয়া হয়। যাত্রীরা নেমে যাওয়ার পর রাত ২টা ২০ মিনিটের দিকে বোর্ডিং ব্রিজটি কিছুটা স্থানচ্যুত হলে দরজা খুলে পড়ার ঘটনা ঘটে।
কুয়েত এয়ারওয়েজ সূত্র জানিয়েছে, ফ্লাইটটির ক্যাপ্টেন ছিলেন কুয়েতের নাগরিক আজবালি মোহাম্মদ। রাত পৌনে ৩টার দিকে ২৮৪ যাত্রী নিয়ে ঢাকা থেকে কুয়েতের উদ্দেশে উড়াল দেয়ার কথা ছিল উড়োজাহাজটির। তবে দরজা ভেঙে যাওয়ার পর কুয়েতগামী যাত্রীদের বিমানবন্দরের ওয়েটিং লাউঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের হোটেলে পাঠানোর ব্যবস্থা করা হয়। কুয়েতের আরেকটি ফ্লাইট ঢাকায় এসে তাদের নিয়ে যাওয়ার কথা রয়েছে। এর বাইরে যাদের কুয়েত থেকে কানেক্টিং ফ্লাইট ছিল তাদের বিনামূল্যে নিজ নিজ গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ‘বোডিং ব্রিজের সঙ্গে অ্যালাইনমেন্টের গড়বড় হওয়ায় দরজাটি খুলে গেছে। ঘটনাটি গুরুতর। বিষয়টি তদন্তে টেকনিক্যাল কমিটি করা হয়েছে। সব যাত্রী নেমে যাওয়ার পর হঠাৎ করে বোর্ডিং ব্রিজটি স্থানচ্যুত হয়ে নিচের দিকে নেমে গেলে এর চাপে উড়োজাহাজের দরজাটি খুলে পড়ে। এ সময় ভেতরে পাইলট ও কেবিন ক্রুরা অবস্থান করছিলেন। তবে এ ঘটনায় কেউ আহত হননি। উড়োজাহাজটি এখন শাহজালালে গ্রাউন্ডেড রয়েছে।’