ঢাকা , বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
দুবাইয়ে সম্পদ গড়া ৪৫৯ বাংলাদেশির বিরুদ্ধে তদন্তে দুদক কৃষিপণ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ-ভুটান বাংলাদেশে স্পেসএক্স স্যাটেলাইট পরিষেবা চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে শাবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ-চায়না টি সামিট-২০২৫’ দাবি উত্থাপনে সরকার সংবেদনশীলভাবে কাজ করছে: শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বরিশাল সিটি নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে জাপা প্রার্থীর মামলা দেশেই এনজিএস-ভিত্তিক ক্যানসার নির্ণয় শুরু করছে আইসিডিডিআরবি কর্ণফুলীতে বিএনপি নেতার বালু মহালে ভাঙচুর, আহত ৮ চট্টগ্রামে সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০ ভরি স্বর্ণ সব ধর্মের নিরাপত্তা নিশ্চিত রাষ্ট্রব্যবস্থা গড়াই জামায়াতের লক্ষ্য: শফিকুর রহমান

ফের আন্দোলনের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে সাময়িকভাবে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছিলেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দিয়েছিলেন। তবে ২৪ ঘণ্টা না পেরোতেই সিদ্ধান্ত পাল্টে ফেলেছেন তারা।

সাময়িকভাবে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করে ফের কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে কারিগরি ছাত্র আন্দোলনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (অস্থায়ী) মো. সাব্বির আহমেদ বলেন, শিক্ষা মন্ত্রণালয় যে কমিটি গঠন করেছে, তার ওপর শিক্ষার্থীরা ভরসা করছে না। আগেও এমন কমিটি হয়েছিল, কিন্তু দাবি-দাওয়া পূরণ হয়নি। তাই সব শিক্ষার্থীর সম্মতিতে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্মেলন হবে। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এ সম্মেলনে অংশ নিতে বিভিন্ন বিভাগীয় পর্যায়ে থেকে পলিটটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধিরা ঢাকা এসে পৌঁছেছেন। অন্যদেরও আমরা চলে আসতে বলছি।

শিক্ষার্থীর সম্মতিতে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে দাবি করে সংগঠনটির সেল সম্পাদক (অস্থায়ী) মো. সাব্বির আহমেদ জানান, শিক্ষা মন্ত্রণালয় যে কমিটি গঠন করেছে, তার ওপর আমাদের ভরসা নাই। আগেও এমন কমিটি হয়েছিল, কিন্তু কোনো দাবিই পূরণ হয়নি। নতুন কর্মসূচি নিয়ে আবার জোরালো আন্দোলন শুরু হবে।

আগামীকাল বৃহস্পতিবার কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

গতকাল মঙ্গলবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা। তবে দাবি বাস্তবায়নে গড়িমসি দেখলে ফের আন্দোলনে নামার হুমকি দিয়ে রেখেছিলেন তারা।

পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নে রূপরেখা প্রণয়নে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে।

জনপ্রিয়

দুবাইয়ে সম্পদ গড়া ৪৫৯ বাংলাদেশির বিরুদ্ধে তদন্তে দুদক

ফের আন্দোলনের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

প্রকাশিত: ৫ ঘন্টা আগে

শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে সাময়িকভাবে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছিলেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দিয়েছিলেন। তবে ২৪ ঘণ্টা না পেরোতেই সিদ্ধান্ত পাল্টে ফেলেছেন তারা।

সাময়িকভাবে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করে ফের কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে কারিগরি ছাত্র আন্দোলনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (অস্থায়ী) মো. সাব্বির আহমেদ বলেন, শিক্ষা মন্ত্রণালয় যে কমিটি গঠন করেছে, তার ওপর শিক্ষার্থীরা ভরসা করছে না। আগেও এমন কমিটি হয়েছিল, কিন্তু দাবি-দাওয়া পূরণ হয়নি। তাই সব শিক্ষার্থীর সম্মতিতে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্মেলন হবে। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এ সম্মেলনে অংশ নিতে বিভিন্ন বিভাগীয় পর্যায়ে থেকে পলিটটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধিরা ঢাকা এসে পৌঁছেছেন। অন্যদেরও আমরা চলে আসতে বলছি।

শিক্ষার্থীর সম্মতিতে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে দাবি করে সংগঠনটির সেল সম্পাদক (অস্থায়ী) মো. সাব্বির আহমেদ জানান, শিক্ষা মন্ত্রণালয় যে কমিটি গঠন করেছে, তার ওপর আমাদের ভরসা নাই। আগেও এমন কমিটি হয়েছিল, কিন্তু কোনো দাবিই পূরণ হয়নি। নতুন কর্মসূচি নিয়ে আবার জোরালো আন্দোলন শুরু হবে।

আগামীকাল বৃহস্পতিবার কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

গতকাল মঙ্গলবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা। তবে দাবি বাস্তবায়নে গড়িমসি দেখলে ফের আন্দোলনে নামার হুমকি দিয়ে রেখেছিলেন তারা।

পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নে রূপরেখা প্রণয়নে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে।