ঢাকা , সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ইসরাইলের অব্যাহত আগ্রাসনে গাজায় আরও ১৫১ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ছাড়াল ৫৩ হাজার নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পর্যন্ত ইউজিসির তত্ত্বাবধানে চলবে ঢাকার ৭ কলেজ, প্রশাসক নিযুক্ত অধ্যাপক ইলিয়াস রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৬ শীর্ষ নেতার পদত্যাগ, নেতৃত্বে দুর্নীতির অভিযোগ শিক্ষা ব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা বাংলাদেশি পণ্যে ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞায় রপ্তানি হুমকির মুখে: জিটিআরআই বরখাস্ত সেনাসদস্যদের বিক্ষোভে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করলো আইএসপিআর ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানো দুঃখজনক: আইনজীবীদের মত আছিয়া ধর্ষণ-হত্যা: পরিবারের নিরাপত্তা নিয়ে এমজেএফ-এর গভীর উদ্বেগ চলতি মাসে ৯ ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স মে মাসের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬১ কোটি ডলার

নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পর্যন্ত ইউজিসির তত্ত্বাবধানে চলবে ঢাকার ৭ কলেজ, প্রশাসক নিযুক্ত অধ্যাপক ইলিয়াস

নতুন ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার প্রক্রিয়া চলাকালে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ঢাকার সরকারি ৭ কলেজ এখন থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে পরিচালিত হবে। এ ব্যবস্থা কার্যকর রাখতে ঢাকা কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াসকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১৮ মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন।

তিনি জানান, অধ্যাপক ইলিয়াস চুক্তিভিত্তিকভাবে দুই বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে তার নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

অধ্যাপক তানজীমউদ্দিন আরও জানান, ৭ কলেজের জন্য ইউজিসির অধীনে গঠিত প্রশাসনের সদর দপ্তর স্থাপন করা হবে ঢাকা কলেজে। এখান থেকেই সার্বিক সমন্বয় ও তত্ত্বাবধান চালানো হবে।

উল্লেখ্য, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ—এই ৭টি প্রতিষ্ঠানকে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।

সম্প্রতি সরকার সিদ্ধান্ত নিয়েছে এই কলেজগুলোকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হবে। বিশ্ববিদ্যালয়টি হাইব্রিড মডেলে পরিচালিত হবে—যেখানে ৪০ শতাংশ ক্লাস অনলাইনে এবং ৬০ শতাংশ শারীরিক উপস্থিতিতে হবে।

সূত্র জানায়, ৭ কলেজের প্রতিটিতে অনুষদভিত্তিক ক্যাম্পাস গড়ে তোলা হতে পারে। উদাহরণস্বরূপ, সরকারি তিতুমীর কলেজে থাকবে ব্যবসায় শিক্ষা অনুষদ, অন্য কলেজগুলোতে থাকবে বিজ্ঞান, সমাজবিজ্ঞান, মানবিক, আইন বা শিক্ষা অনুষদ।

এদিকে, গতকাল এই ৭ কলেজের শিক্ষার্থীরা দ্রুত নতুন বিশ্ববিদ্যালয় গঠনে আইনি কাঠামো তৈরি ও গেজেট জারির দাবিতে আন্দোলনে নামে এবং ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়। তারা চায়, প্রশাসনিক অচলাবস্থা দূর করে স্থায়ী কাঠামো দ্রুত গড়ে তোলা হোক।

সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে কিছুটা সময় লাগবে, কারণ আইনি অনুমোদন, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক কাঠামো এখনও প্রক্রিয়াধীন। এই সময়ের মধ্যে ইউজিসি ৭ কলেজকে তত্ত্বাবধান করবে এবং অধ্যাপক ইলিয়াস অন্তর্বর্তী প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

জনপ্রিয়

ইসরাইলের অব্যাহত আগ্রাসনে গাজায় আরও ১৫১ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ছাড়াল ৫৩ হাজার

নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পর্যন্ত ইউজিসির তত্ত্বাবধানে চলবে ঢাকার ৭ কলেজ, প্রশাসক নিযুক্ত অধ্যাপক ইলিয়াস

প্রকাশিত: ১৮ মিনিট আগে

নতুন ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার প্রক্রিয়া চলাকালে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ঢাকার সরকারি ৭ কলেজ এখন থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে পরিচালিত হবে। এ ব্যবস্থা কার্যকর রাখতে ঢাকা কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াসকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১৮ মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন।

তিনি জানান, অধ্যাপক ইলিয়াস চুক্তিভিত্তিকভাবে দুই বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে তার নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

অধ্যাপক তানজীমউদ্দিন আরও জানান, ৭ কলেজের জন্য ইউজিসির অধীনে গঠিত প্রশাসনের সদর দপ্তর স্থাপন করা হবে ঢাকা কলেজে। এখান থেকেই সার্বিক সমন্বয় ও তত্ত্বাবধান চালানো হবে।

উল্লেখ্য, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ—এই ৭টি প্রতিষ্ঠানকে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।

সম্প্রতি সরকার সিদ্ধান্ত নিয়েছে এই কলেজগুলোকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হবে। বিশ্ববিদ্যালয়টি হাইব্রিড মডেলে পরিচালিত হবে—যেখানে ৪০ শতাংশ ক্লাস অনলাইনে এবং ৬০ শতাংশ শারীরিক উপস্থিতিতে হবে।

সূত্র জানায়, ৭ কলেজের প্রতিটিতে অনুষদভিত্তিক ক্যাম্পাস গড়ে তোলা হতে পারে। উদাহরণস্বরূপ, সরকারি তিতুমীর কলেজে থাকবে ব্যবসায় শিক্ষা অনুষদ, অন্য কলেজগুলোতে থাকবে বিজ্ঞান, সমাজবিজ্ঞান, মানবিক, আইন বা শিক্ষা অনুষদ।

এদিকে, গতকাল এই ৭ কলেজের শিক্ষার্থীরা দ্রুত নতুন বিশ্ববিদ্যালয় গঠনে আইনি কাঠামো তৈরি ও গেজেট জারির দাবিতে আন্দোলনে নামে এবং ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়। তারা চায়, প্রশাসনিক অচলাবস্থা দূর করে স্থায়ী কাঠামো দ্রুত গড়ে তোলা হোক।

সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে কিছুটা সময় লাগবে, কারণ আইনি অনুমোদন, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক কাঠামো এখনও প্রক্রিয়াধীন। এই সময়ের মধ্যে ইউজিসি ৭ কলেজকে তত্ত্বাবধান করবে এবং অধ্যাপক ইলিয়াস অন্তর্বর্তী প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।