ঢাকা , সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ইসরাইলের অব্যাহত আগ্রাসনে গাজায় আরও ১৫১ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ছাড়াল ৫৩ হাজার নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পর্যন্ত ইউজিসির তত্ত্বাবধানে চলবে ঢাকার ৭ কলেজ, প্রশাসক নিযুক্ত অধ্যাপক ইলিয়াস রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৬ শীর্ষ নেতার পদত্যাগ, নেতৃত্বে দুর্নীতির অভিযোগ শিক্ষা ব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা বাংলাদেশি পণ্যে ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞায় রপ্তানি হুমকির মুখে: জিটিআরআই বরখাস্ত সেনাসদস্যদের বিক্ষোভে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করলো আইএসপিআর ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানো দুঃখজনক: আইনজীবীদের মত আছিয়া ধর্ষণ-হত্যা: পরিবারের নিরাপত্তা নিয়ে এমজেএফ-এর গভীর উদ্বেগ চলতি মাসে ৯ ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স মে মাসের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬১ কোটি ডলার

চলতি মাসে ৯ ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স

রোববার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, চলতি মে মাসের প্রথম ১৭ দিনে দেশে ১৬১ কোটি ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এলেও ৯টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি।

 

এই ৯টি ব্যাংকের মধ্যে রয়েছে একটি বিশেষায়িত ব্যাংক, ৫টি বেসরকারি ব্যাংক এবং ৩টি বিদেশি ব্যাংক।

 

বিশেষায়িত ব্যাংক হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, সিটিজেন্স ব্যাংক পিএলসি, পদ্মা ব্যাংক পিএলসি, সীমান্ত ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। বিদেশি ব্যাংকগুলোর মধ্যে হাবিব ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতেও রেমিট্যান্সের প্রবাহ ছিল শূন্য।

 

প্রতিবেদনে আরও বলা হয়, মে মাসের প্রথম ১৭ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৯ কোটি ৩৩ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১৫ কোটি ৯ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৯৬ কোটি ২৭ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকের মাধ্যমে এসেছে ৩১ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স।

 

১১ থেকে ১৭ মে এসেছে ৭০ কোটি ৬৬ লাখ ডলার, ৪ থেকে ১০ মে এসেছে ৮১ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ডলার এবং মাসের প্রথম তিন দিনে এসেছে ৮ কোটি ৭৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

 

গত মার্চে দেশে এসেছে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার, যা এক মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ। এপ্রিল মাসে এসেছে ২৭৫ কোটি ১৯ লাখ এবং ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৭৬ লাখ ডলার। জানুয়ারিতে এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ ডলার রেমিট্যান্স।

জনপ্রিয়

ইসরাইলের অব্যাহত আগ্রাসনে গাজায় আরও ১৫১ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ছাড়াল ৫৩ হাজার

চলতি মাসে ৯ ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স

প্রকাশিত: ৪ ঘন্টা আগে

রোববার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, চলতি মে মাসের প্রথম ১৭ দিনে দেশে ১৬১ কোটি ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এলেও ৯টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি।

 

এই ৯টি ব্যাংকের মধ্যে রয়েছে একটি বিশেষায়িত ব্যাংক, ৫টি বেসরকারি ব্যাংক এবং ৩টি বিদেশি ব্যাংক।

 

বিশেষায়িত ব্যাংক হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, সিটিজেন্স ব্যাংক পিএলসি, পদ্মা ব্যাংক পিএলসি, সীমান্ত ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। বিদেশি ব্যাংকগুলোর মধ্যে হাবিব ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতেও রেমিট্যান্সের প্রবাহ ছিল শূন্য।

 

প্রতিবেদনে আরও বলা হয়, মে মাসের প্রথম ১৭ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৯ কোটি ৩৩ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১৫ কোটি ৯ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৯৬ কোটি ২৭ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকের মাধ্যমে এসেছে ৩১ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স।

 

১১ থেকে ১৭ মে এসেছে ৭০ কোটি ৬৬ লাখ ডলার, ৪ থেকে ১০ মে এসেছে ৮১ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ডলার এবং মাসের প্রথম তিন দিনে এসেছে ৮ কোটি ৭৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

 

গত মার্চে দেশে এসেছে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার, যা এক মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ। এপ্রিল মাসে এসেছে ২৭৫ কোটি ১৯ লাখ এবং ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৭৬ লাখ ডলার। জানুয়ারিতে এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ ডলার রেমিট্যান্স।