ঢাকা , সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পর্যন্ত ইউজিসির তত্ত্বাবধানে চলবে ঢাকার ৭ কলেজ, প্রশাসক নিযুক্ত অধ্যাপক ইলিয়াস রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৬ শীর্ষ নেতার পদত্যাগ, নেতৃত্বে দুর্নীতির অভিযোগ শিক্ষা ব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা বাংলাদেশি পণ্যে ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞায় রপ্তানি হুমকির মুখে: জিটিআরআই বরখাস্ত সেনাসদস্যদের বিক্ষোভে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করলো আইএসপিআর ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানো দুঃখজনক: আইনজীবীদের মত আছিয়া ধর্ষণ-হত্যা: পরিবারের নিরাপত্তা নিয়ে এমজেএফ-এর গভীর উদ্বেগ চলতি মাসে ৯ ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স মে মাসের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬১ কোটি ডলার বিনা পারিশ্রমিকে ৩ হাজার কবর খোঁড়া মনু মিয়া হাসপাতালে, ঘোড়াটিকেও হত্যা

ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানো দুঃখজনক: আইনজীবীদের মত

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে তার সমর্থকরা টানা পাঁচদিন ধরে আন্দোলন করে আসছেন। সোমবার (১৯ মে) নগর ভবনে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তারা ব্লকেড কর্মসূচি পালন করবেন।

 

এ পরিস্থিতিতে রোববার (১৮ মে) স্থানীয় সরকার বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইশরাকের বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে আদালতের রিট আবেদনের নিষ্পত্তির পর। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইশরাক হোসেনের রায়ের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের এক আইনজীবী গত ২৮ এপ্রিল লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এবং পরে আদালতে রিট আবেদন করেছেন। ওই রিটে শপথ না পড়াতে অনুরোধ জানানো হয়েছে এবং নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা চাওয়া হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রিট বিচারাধীন থাকাকালে এমন আন্দোলন আদালতের প্রতি অনাস্থা বা অবমাননার শামিল। নাগরিক সেবা ব্যাহত না করতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানানো হয়।

 

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিপুল ভোটে জয়ী হন। তবে চলতি বছরের ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে। নির্বাচন কমিশন ২৭ এপ্রিল এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে, তবে এখনো শপথ অনুষ্ঠানের আয়োজন হয়নি।

 

আইনি দিক থেকে বিষয়টি স্পষ্ট উল্লেখ করে ব্যারিস্টার ওমর ফারুক বলেন, ন্যায্যতার প্রশ্নেই ইশরাককে শপথ পড়াতে হবে। চট্টগ্রামের শাহাদাৎসহ অনেকেই একই পরিস্থিতিতে দায়িত্ব পেয়েছেন, তাহলে ইশরাক বঞ্চিত হবেন কেন?

 

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, যেহেতু ইসির গেজেট প্রকাশের পর আপিল করা হয়নি, তাই শপথে কোনো বাধা নেই। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ না পড়িয়ে আইনি পরামর্শ চাওয়ার পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

 

তিনি আরও বলেন, আদালতের রায়ের পরও শপথ না পড়ানো দুঃখজনক।

জনপ্রিয়

নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পর্যন্ত ইউজিসির তত্ত্বাবধানে চলবে ঢাকার ৭ কলেজ, প্রশাসক নিযুক্ত অধ্যাপক ইলিয়াস

ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানো দুঃখজনক: আইনজীবীদের মত

প্রকাশিত: ৩ ঘন্টা আগে

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে তার সমর্থকরা টানা পাঁচদিন ধরে আন্দোলন করে আসছেন। সোমবার (১৯ মে) নগর ভবনে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তারা ব্লকেড কর্মসূচি পালন করবেন।

 

এ পরিস্থিতিতে রোববার (১৮ মে) স্থানীয় সরকার বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইশরাকের বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে আদালতের রিট আবেদনের নিষ্পত্তির পর। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইশরাক হোসেনের রায়ের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের এক আইনজীবী গত ২৮ এপ্রিল লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এবং পরে আদালতে রিট আবেদন করেছেন। ওই রিটে শপথ না পড়াতে অনুরোধ জানানো হয়েছে এবং নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা চাওয়া হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রিট বিচারাধীন থাকাকালে এমন আন্দোলন আদালতের প্রতি অনাস্থা বা অবমাননার শামিল। নাগরিক সেবা ব্যাহত না করতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানানো হয়।

 

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিপুল ভোটে জয়ী হন। তবে চলতি বছরের ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে। নির্বাচন কমিশন ২৭ এপ্রিল এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে, তবে এখনো শপথ অনুষ্ঠানের আয়োজন হয়নি।

 

আইনি দিক থেকে বিষয়টি স্পষ্ট উল্লেখ করে ব্যারিস্টার ওমর ফারুক বলেন, ন্যায্যতার প্রশ্নেই ইশরাককে শপথ পড়াতে হবে। চট্টগ্রামের শাহাদাৎসহ অনেকেই একই পরিস্থিতিতে দায়িত্ব পেয়েছেন, তাহলে ইশরাক বঞ্চিত হবেন কেন?

 

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, যেহেতু ইসির গেজেট প্রকাশের পর আপিল করা হয়নি, তাই শপথে কোনো বাধা নেই। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ না পড়িয়ে আইনি পরামর্শ চাওয়ার পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

 

তিনি আরও বলেন, আদালতের রায়ের পরও শপথ না পড়ানো দুঃখজনক।