ঢাকা , সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ইসরাইলের অব্যাহত আগ্রাসনে গাজায় আরও ১৫১ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ছাড়াল ৫৩ হাজার নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পর্যন্ত ইউজিসির তত্ত্বাবধানে চলবে ঢাকার ৭ কলেজ, প্রশাসক নিযুক্ত অধ্যাপক ইলিয়াস রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৬ শীর্ষ নেতার পদত্যাগ, নেতৃত্বে দুর্নীতির অভিযোগ শিক্ষা ব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা বাংলাদেশি পণ্যে ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞায় রপ্তানি হুমকির মুখে: জিটিআরআই বরখাস্ত সেনাসদস্যদের বিক্ষোভে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করলো আইএসপিআর ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানো দুঃখজনক: আইনজীবীদের মত আছিয়া ধর্ষণ-হত্যা: পরিবারের নিরাপত্তা নিয়ে এমজেএফ-এর গভীর উদ্বেগ চলতি মাসে ৯ ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স মে মাসের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬১ কোটি ডলার

বরখাস্ত সেনাসদস্যদের বিক্ষোভে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করলো আইএসপিআর

জাতীয় প্রেসক্লাব চত্বরে বরখাস্ত বা অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনাসদস্যদের দাবিনির্ভর বিক্ষোভের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (১৮ মে) রাতে আইএসপিআর এক বিবৃতিতে জানায়, চাকরিতে পুনর্বহাল, শাস্তি মওকুফ এবং আর্থিক ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবিতে এই সাবেক সেনাসদস্যরা গণমাধ্যমে বক্তব্য দেন ও আন্দোলনে অংশ নেন।

 

শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল প্রেসক্লাবে গিয়ে আন্দোলনকারীদের বক্তব্য শোনে। প্রতিনিধি দল জানান, প্রচলিত বিধি-বিধানের আলোকে দাবিগুলো যাচাই ও সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে, তৃতীয় পক্ষের ব্যানারে নয়, সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে অনুরোধ জানানো হয়।

 

আইএসপিআরের তথ্যমতে, ইতোমধ্যে ৮০২টি আবেদন গ্রহণ করা হয়েছে, যার মধ্যে ১০৬টি নিষ্পত্তি হয়েছে এবং বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে। সেনাবাহিনী মানবিকতা ও আন্তরিকতার সঙ্গে এসব আবেদন বিবেচনা করছে।

 

তবে বিবৃতিতে কিছু অনভিপ্রেত ঘটনার উল্লেখ করে বলা হয়, প্রতিনিধি দল ফেরার সময় কিছু উশৃঙ্খল বরখাস্ত সদস্যের উসকানিতে গাড়ির সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি, আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ এবং অশ্রাব্য স্লোগান দেওয়া হয়। সেনাবাহিনী সারাদিন শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী কিছু বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয়।

 

সেনাবাহিনী সাফ জানায়, যেকোনো উসকানিমূলক ও জনস্বার্থবিরোধী আচরণ, কিংবা বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করার মতো কর্মকাণ্ড অগ্রহণযোগ্য। সাংবিধানিক কাঠামো ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয়

ইসরাইলের অব্যাহত আগ্রাসনে গাজায় আরও ১৫১ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ছাড়াল ৫৩ হাজার

বরখাস্ত সেনাসদস্যদের বিক্ষোভে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করলো আইএসপিআর

প্রকাশিত: ৪ ঘন্টা আগে

জাতীয় প্রেসক্লাব চত্বরে বরখাস্ত বা অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনাসদস্যদের দাবিনির্ভর বিক্ষোভের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (১৮ মে) রাতে আইএসপিআর এক বিবৃতিতে জানায়, চাকরিতে পুনর্বহাল, শাস্তি মওকুফ এবং আর্থিক ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবিতে এই সাবেক সেনাসদস্যরা গণমাধ্যমে বক্তব্য দেন ও আন্দোলনে অংশ নেন।

 

শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল প্রেসক্লাবে গিয়ে আন্দোলনকারীদের বক্তব্য শোনে। প্রতিনিধি দল জানান, প্রচলিত বিধি-বিধানের আলোকে দাবিগুলো যাচাই ও সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে, তৃতীয় পক্ষের ব্যানারে নয়, সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে অনুরোধ জানানো হয়।

 

আইএসপিআরের তথ্যমতে, ইতোমধ্যে ৮০২টি আবেদন গ্রহণ করা হয়েছে, যার মধ্যে ১০৬টি নিষ্পত্তি হয়েছে এবং বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে। সেনাবাহিনী মানবিকতা ও আন্তরিকতার সঙ্গে এসব আবেদন বিবেচনা করছে।

 

তবে বিবৃতিতে কিছু অনভিপ্রেত ঘটনার উল্লেখ করে বলা হয়, প্রতিনিধি দল ফেরার সময় কিছু উশৃঙ্খল বরখাস্ত সদস্যের উসকানিতে গাড়ির সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি, আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ এবং অশ্রাব্য স্লোগান দেওয়া হয়। সেনাবাহিনী সারাদিন শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী কিছু বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয়।

 

সেনাবাহিনী সাফ জানায়, যেকোনো উসকানিমূলক ও জনস্বার্থবিরোধী আচরণ, কিংবা বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করার মতো কর্মকাণ্ড অগ্রহণযোগ্য। সাংবিধানিক কাঠামো ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।