আসন্ন বাজেটে শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানো হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। রোববার (১৮ মে) শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
তিনি বলেন, শিক্ষকরা দীর্ঘদিন ধরে অবহেলিত। তাদের ৫ থেকে ৬ বছরের অবসর-কল্যাণ ভাতা বকেয়া রয়েছে, যা পরিশোধে পদক্ষেপ নেওয়া হবে। ফলে এবারের বাজেটে পরিচালন ব্যয় বাড়বে।
পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, শিক্ষাখাতে উন্নয়ন বাজেটেও গুরুত্ব দেওয়া হবে। স্কুল পর্যায়ে নানা সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে অর্থ বরাদ্দ বাড়ানো হবে।
স্বাস্থ্যখাতে উন্নয়ন বাজেট বাড়ানো না গেলেও রাজস্ব বাজেটের মাধ্যমে জেলা-উপজেলায় নির্মিত অব্যবহৃত অবকাঠামো সচল করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, এবারের বাজেট হবে ঘাটতি নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট। মূল্যস্ফীতি কমানোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, ঋণের ওপর নির্ভরশীলতা না বাড়িয়ে ব্যয় সাশ্রয়ে জোর দেওয়া হবে।