জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে। রোববার (১৮ মে) এনইসির বৈঠকপরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এ তথ্য জানান।
তিনি বলেন, এডিপির মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয়ের লক্ষ্য ধরা হয়েছে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৮৬ হাজার কোটি টাকা। সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৫৯৯ কোটি ৭১ লাখ টাকা যুক্ত হলে মোট এডিপির আকার দাঁড়ায় ২ লাখ ৩৮ হাজার ৫৯৯ কোটি ৭১ লাখ টাকা।
এবারের এডিপি গত অর্থবছরের তুলনায় ৩৫ হাজার কোটি টাকা কম। পরিকল্পনা উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ঘাটতি বাজেটের পথে না গিয়ে ব্যয় সংযত রাখা হচ্ছে। পাশাপাশি নতুন মেগা প্রকল্প নেওয়ার পরিকল্পনা নেই। বরং চলমান প্রকল্পে অপচয় ও অনিয়ম রোধে সরকার সতর্ক থাকবে বলে জানান তিনি।