ঢাকা , সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
শিক্ষা ব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা বাংলাদেশি পণ্যে ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞায় রপ্তানি হুমকির মুখে: জিটিআরআই বরখাস্ত সেনাসদস্যদের বিক্ষোভে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করলো আইএসপিআর ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানো দুঃখজনক: আইনজীবীদের মত আছিয়া ধর্ষণ-হত্যা: পরিবারের নিরাপত্তা নিয়ে এমজেএফ-এর গভীর উদ্বেগ চলতি মাসে ৯ ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স মে মাসের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬১ কোটি ডলার বিনা পারিশ্রমিকে ৩ হাজার কবর খোঁড়া মনু মিয়া হাসপাতালে, ঘোড়াটিকেও হত্যা দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদের বিরুদ্ধে মামলার আবেদন আসছে বাজেটে শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা

চাঁদপুরে ড্রেনে জমে থাকা গ্যাস বিস্ফোরণে মা ছেলেসহ আহত ৩

চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় পৌরসভার ড্রেনে জমে থাকা গ্যাস বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মা তন্নী আক্তার (৩৫), ছেলে রোহান (৮) ও আরেক শিশু মোঃ. রাহিম (৮) আহত হয়েছে।

রোববার (১৮ মে) দুপুর ১টার দিকে কদমতলা পৌরসভার কমিউনিটি হলের পূর্ব পাশের প্রধান সড়কের ড্রেনে এই দুর্ঘটনা ঘটে।

আহত তন্নী আক্তার শহরের গুনরাজদী এলাকার ইমরুল আহমেদ এর স্ত্রী। আহত রোহান ওই এলাকার বেগম মসজিদ দারুল ইমাম মাদ্রাসা ইকরা বিভাগের ছাত্র।

অপর আহত শিশু রাহিম গুনরাজদী এলাকার মো. হান্নানের ছেলে। সে একই মাদ্রাসায় একই বিভাগে ছাত্র।

স্থানীয়রা জানায়, মাদ্রাসা ছুটি হওয়ার পর মা ছেলে এবং ওই শিশু ঘটনাস্থল দিয়ে হেঁটে যাচ্ছিল। ওই সময় হঠাৎ করে পৌরসভার ড্রেনে বায়ো গ্যাস বিস্ফোরণ ঘটে। এতে তারা ৩ জনেই কম বেশি আহত হয়।

তাৎক্ষণিক স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, আহত মা ছেলে দুই জনকে ভর্তি দেয়া হয়েছে এবং পর্যযবেক্ষনের জন্য রাখা হয়েছে। আর আহত অপর শিশুকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে ঘটনার পর চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া সহ ওরও কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

জনপ্রিয়

শিক্ষা ব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

চাঁদপুরে ড্রেনে জমে থাকা গ্যাস বিস্ফোরণে মা ছেলেসহ আহত ৩

প্রকাশিত: ৫ ঘন্টা আগে

চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় পৌরসভার ড্রেনে জমে থাকা গ্যাস বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মা তন্নী আক্তার (৩৫), ছেলে রোহান (৮) ও আরেক শিশু মোঃ. রাহিম (৮) আহত হয়েছে।

রোববার (১৮ মে) দুপুর ১টার দিকে কদমতলা পৌরসভার কমিউনিটি হলের পূর্ব পাশের প্রধান সড়কের ড্রেনে এই দুর্ঘটনা ঘটে।

আহত তন্নী আক্তার শহরের গুনরাজদী এলাকার ইমরুল আহমেদ এর স্ত্রী। আহত রোহান ওই এলাকার বেগম মসজিদ দারুল ইমাম মাদ্রাসা ইকরা বিভাগের ছাত্র।

অপর আহত শিশু রাহিম গুনরাজদী এলাকার মো. হান্নানের ছেলে। সে একই মাদ্রাসায় একই বিভাগে ছাত্র।

স্থানীয়রা জানায়, মাদ্রাসা ছুটি হওয়ার পর মা ছেলে এবং ওই শিশু ঘটনাস্থল দিয়ে হেঁটে যাচ্ছিল। ওই সময় হঠাৎ করে পৌরসভার ড্রেনে বায়ো গ্যাস বিস্ফোরণ ঘটে। এতে তারা ৩ জনেই কম বেশি আহত হয়।

তাৎক্ষণিক স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, আহত মা ছেলে দুই জনকে ভর্তি দেয়া হয়েছে এবং পর্যযবেক্ষনের জন্য রাখা হয়েছে। আর আহত অপর শিশুকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে ঘটনার পর চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া সহ ওরও কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।