২০২৪ সালের শেষ নাগাদ দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ১০ হাজার—যা আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। রোববার (১৮ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত শ্রমশক্তি জরিপে এ তথ্য জানানো হয়েছে।
জরিপ অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর মেয়াদে বেকার সংখ্যা জুলাই-সেপ্টেম্বর সময়ের তুলনায় ৬০ হাজার বেড়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে বেকার জনগোষ্ঠী ছিল ২৫ লাখ ৫০ হাজার।
বিবিএস জানায়, ২০২৪ সালে দেশের বেকারত্বের হার ছিল ৪.৪৮ শতাংশ, যেখানে ২০২৩ সালে এ হার ছিল ৪.১৫ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক গতি কমে যাওয়া, বিনিয়োগ স্থবিরতা এবং শিল্প-ব্যবসায় কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ার ফলে বেকারত্ব বাড়ছে।