জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা ‘জাতীয় যুবশক্তি’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. জাহিদুল ইসলাম এবং মুখ্য সংগঠক হয়েছেন ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।
শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানে আবরার ফাহাদ এভিনিউয়ে জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত ডকুমেন্টারি প্রচার এবং সেসময়ের স্লোগান ও সংগীত পরিবেশিত হয়।
অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও দেশজুড়ে থেকে আগত নেতাকর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতাদের নিয়ে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব।