চাঁদাবাজির অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদেশে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।
এর আগে সকালেই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তরের পর কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয় তাকে।
এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জানানো হয়।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর পরিচালক ও বিএনপির জেলা কমিটির সদস্য রিয়াদকে গ্রেফতারের বিষয়ে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, “চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে জেলা পুলিশের একটি দল ঢাকায় গিয়ে তাকে নারায়ণগঞ্জে নিয়ে আসে।”