ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় বৃহস্পতিবার (১৫ মে) একদিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওইদিন দুপুর ১টা পর্যন্ত ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে, তবে অফিস কার্যক্রম চলবে স্বাভাবিকভাবে।
বুধবার (১৪ মে) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র সাম্য মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন।
সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা।
সাম্যের হত্যাকাণ্ডের পর নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে:
সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি সংলগ্ন গেট স্থায়ীভাবে বন্ধ রাখা।
উদ্যান এলাকায় নিয়মিত তল্লাশি অভিযান চালানো।
সোহরাওয়ার্দী উদ্যানকে রমনা পার্কের আদলে উন্নয়ন করার লক্ষ্যে একটি তদারকি কমিটি গঠন।
পার্কে সিসি ক্যামেরা, পর্যাপ্ত আলো এবং ডিএমপির পুলিশ বক্স স্থাপন।
উদ্যানকে নিরাপদ পার্কে রূপান্তরে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ।
উক্ত সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ডিএমপি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত তিনজনকে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।