বাংলাদেশে ‘পাকিস্তানপন্থা’ বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। মঙ্গলবার (১৩ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি সতর্ক করে বলেন, “ইন্ডিয়ান রেটোরিক জুলাই ঐক্যে নতুন বিভেদ উসকে দেবে।” তার মতে, ভারতীয় গণমাধ্যম এবং ন্যারেটিভ বারবার বাংলাদেশের ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ছাত্র ও জনতাকে ‘পাকিস্তানপন্থী’ বলে আখ্যায়িত করছে, যা এদেশে মতপ্রকাশের স্বাধীনতাকে সংকুচিত করার প্রচেষ্টা। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় এ ধরনের ইন্ডিয়ান রেটোরিক প্রতিপক্ষকে দমন ও হত্যার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে।
তিনি আরও বলেন, “সাতচল্লিশ, একাত্তর ও চব্বিশ প্রতিটি আমাদের সংগ্রামী ইতিহাস ও জাতীয় আত্মপরিচয় নির্মাণের অনিবার্য ভিত্তি। এর প্রতিটিকে ঐক্যবদ্ধভাবে ধারণ করতে হবে এবং ভারতীয় মুসলিমবিদ্বেষী ন্যারেটিভ মোকাবিলা করতে হবে।”
আজিজুল হক ইসলামাবাদী জোর দিয়ে বলেন, “আমরা মনে করি না বাংলাদেশে ‘পাকিস্তানপন্থা’ বলে কিছু আছে। বরং বাংলাদেশপন্থি শক্তিশালী রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।” তিনি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সাতচল্লিশ, একাত্তর এবং চব্বিশ প্রশ্নে সকল পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এই বিবৃতি মূলত ভারতীয় মিডিয়া এবং কিছু রাজনৈতিক গোষ্ঠীর বক্তব্যের প্রতিক্রিয়ায় দেওয়া হয়েছে, যা বাংলাদেশের রাজনৈতিক পরিসরে গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিতে পারে।