বেনাপোল সীমান্তের বিপরীতে ভারতের পেট্রাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভারতের পেট্রাপোল আইসিপির সম্মেলন কক্ষে বিজিবির খুলনা সেক্টর এবং বিএসএফের কলকাতা সেক্টরের প্রতিনিধিদের মধ্যে সীমান্ত সমন্বয় রক্ষার্থে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবির খুলনা সেক্টর সদর দফতরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. খসরু রায়হান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে বিজিবির ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মো. মেহেদী হাসান চৌধুরী। প্রতিনিধি দলে ছিলেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, স্টাফ অফিসারসহ বিভিন্ন পদবির বিজিবি সদস্যরা।
অন্যদিকে বিএসএফের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কলকাতা সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি তারনি কুমার।
সভায় বাংলাদেশ-ভারত সীমান্তের সার্বিক পরিস্থিতি ও উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয় বলে জানিয়েছেন মেজর রায়হান।
বৈঠকের শুরুতে সীমান্তের শূন্যরেখায় বিজিবি প্রতিনিধিদলকে ফুল দিয়ে বরণ ও গার্ড অব অনার প্রদান করে বিএসএফ সদস্যরা।