পুলিশ দেখে দৌড় দিয়ে পুকুরে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক ওরফে বাবুল (৪২)। গ্রেফতার এড়াতে তিনি পুকুরে লুকিয়ে পড়েন এবং পুলিশকে অনুরোধ করে বলেন, ‘দুই দিন আগে আমার মা মারা গেছে, কাল মেজবান আছে, আমাকে এখন ধইরেন না ভাই।’ কিন্তু পুলিশ তার অনুরোধ না মেনে স্থানীয়দের সহায়তায় তাকে পুকুর থেকে তুলে গ্রেফতার করে।
সোমবার (১২ মে) দুপুরে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া এলাকায় এ ঘটনা ঘটে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, বাবুল খুরুশকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে আরেকটি মামলাও রয়েছে।
স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেফতার করা হয় এবং ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাকে থানায় এনে হেফাজতে রাখা হয়েছে এবং মঙ্গলবার সকালে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।