মুন্সীগঞ্জ লঞ্চঘাটে পিকনিকে আসা দুই নারীকে প্রকাশ্যে পেটানোর ঘটনায় অবশেষে মামলা হয়েছে। শনিবার (১০ মে) মধ্যরাতে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ মিলন বিশ্বাস বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে নেহাল আহমেদ জিহাদকে (২৪)। তার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, নৌপথের ঘটনা হওয়ায় মামলার তদন্তের দায়িত্ব পেয়েছেন উপপরিদর্শক ইমরান আহমেদ।
পুলিশ জানায়, মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারা এবং দণ্ডবিধির ১৪৩/৩২৩/৪২৭/৪৪৮/৫০৬ ধারায় করা হয়েছে।
রোববার আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করে জিহাদকে জেল হাজতে পাঠানো হয়। ভিডিও বিশ্লেষণ করে অন্য আসামিদের শনাক্তে কাজ করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ভাড়া করা এমভি ক্যাপ্টেন লঞ্চে চাঁদপুর ঘুরে ফেরার পথে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে হামলা, ভাঙচুর এবং নারীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে। ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়।
আরেকটি ভিডিওতে লঞ্চের দ্বিতীয় তলায় এক নারীকে মারধরের দৃশ্যও দেখা যায়। তবে তারাও এখনো শনাক্ত হয়নি।