অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সিভিল সার্জনরা আন্তরিকভাবে চেষ্টা করলে সীমিত সম্পদের মধ্যেও দেশের স্বাস্থ্য ও চিকিৎসাসেবার মান অন্তত ২৫ শতাংশ উন্নত করা সম্ভব। শুধু বিদ্যমান নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করলেই এই উন্নতি অর্জন করা যাবে।
সোমবার (১২ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত প্রথমবারের মতো সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সম্পদের সীমাবদ্ধতার অজুহাত না দিয়ে বিদ্যমান জনবল ও যন্ত্রপাতি ব্যবহার করে সেবার মান বাড়াতে হবে এবং সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে।
ড. ইউনূস বলেন, এতদিন কেন সিভিল সার্জন সম্মেলন হয়নি তা বোঝা যায় না। সম্মেলনের মাধ্যমে সিভিল সার্জনদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে, যা স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়ক হবে।
দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশের ৬৪ জেলার সিভিল সার্জনরা অংশ নিচ্ছেন। সম্মেলনে স্বাস্থ্য বিভাগের চ্যালেঞ্জ, জনসন্তোষ, কাঠামোগত দুর্বলতা ও উন্নয়নের কৌশল নিয়ে আলোচনা করা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মাঠপর্যায়ের অভিজ্ঞতার আলোকে এই সম্মেলন থেকে কার্যকর নীতিগত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি হবে, যা জেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা কাঠামোকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।