দেশের কোনো বিচারক আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দেয়ার সাহস রাখেন না—এ মন্তব্য করে দলটির রাজনৈতিক কার্যক্রম নয়, পুরোপুরি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
রোববার (১১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ট্রাইব্যুনালের মাধ্যমে নিষিদ্ধ না হওয়ার শঙ্কা থাকায় সিদ্ধান্ত নিতে হবে জনগণকেই। এ জন্য গণভোট আয়োজনের আহ্বান জানান তিনি।
তিনি অন্তর্বর্তী সরকারের দেরি ও দুর্বল অবস্থানের সমালোচনা করেন এবং সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে সহায়তাকারীদের নাম প্রকাশ করে বিচারের দাবি জানান।
হাদি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র শুধু এনসিপির একার কাজ নয়, বরং সব রাজনৈতিক দলের সমন্বয়ে এটি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।