রোববার (১১ মে) দুপুর থেকে রাত পর্যন্ত সারা দেশে বজ্রপাত ও ঝড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।
তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও আখাউড়ায় শিশু ও কৃষকসহ পাঁচজন, কিশোরগঞ্জের ভৈরব, কুলিয়ারচর ও করিমগঞ্জে চারজন, শেরপুরের নালিতাবাড়ীতে একজন, ময়মনসিংহ সদরে ঝড়ে গাছ চাপায় দুইজন এবং হবিগঞ্জ ও নওগাঁয় বজ্রপাতে একজন করে নিহত হয়েছেন।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন কৃষি শ্রমিক, শিশু, নির্মাণ শ্রমিক ও সাধারণ কৃষক। স্থানীয় প্রশাসন ও পুলিশ এসব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
বজ্রপাত ও ঝড়ের ঘটনায় বিভিন্ন স্থানে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।