দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট সার্চ কমিটি গঠন করেছে সরকার। এই কমিটি সাধারণ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য হবে।
শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সভাপতিত্বে গঠিত কমিটির সদস্য হিসেবে রয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক মো. সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিম।
রোববার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, প্রয়োজনে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের জন্য কমিটি অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।
কমিটির দায়িত্ব হলো যোগ্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ ও পর্যালোচনা করে প্রতিটি পদের জন্য তিনজনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা এবং রাষ্ট্রপতি ও আচার্যের কাছে তা সুপারিশ হিসেবে উপস্থাপন করা।
এই প্রক্রিয়া উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য হবে। শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় অনুবিভাগ কমিটির সচিবালয় হিসেবে কাজ করবে।