ঢাকা , মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ইশরাককে শপথ না পড়ানোর ১০টি কারণ জানালেন উপদেষ্টা আসিফ আগস্টে বাংলাদেশ সফরে আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি ও কোষাধ্যক্ষ নিয়োগে সার্চ কমিটি গঠন নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও সংবিধান প্রণয়নের লক্ষ্য এনসিপির: নাহিদ ইসলাম ভিসা প্রক্রিয়ায় প্রতারণা এড়াতে সতর্কতা, কুয়েতের ভিসা মিলছে বিশেষ অনুমতি ছাড়াই সাত কলেজে অন্তর্বর্তী প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন এ কে এম ইলিয়াস জাতীয় ঐকমত্যের প্রশ্নে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত নেই: আলী রীয়াজ ১০ এসপিকে অতিরিক্ত ডিআইজির দায়িত্বসহ ১৭ কর্মকর্তাকে বদলি গাজার খান ইউনিসে জোরপূর্বক বাস্তুচ্যুতির নির্দেশ জারি করলো ইসরায়েল

ইশরাককে শপথ না পড়ানোর ১০টি কারণ জানালেন উপদেষ্টা আসিফ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর পেছনে ১০টি জটিলতার কথা উল্লেখ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

সোমবার (১৯ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইশরাক হোসেনের প্রতি তার আক্রমণাত্মক ও অপমানজনক আচরণের কোনো যৌক্তিকতা তিনি খুঁজে পাননি।

 

আসিফ লেখেন, প্রথমত, হাইকোর্টের রায় লঙ্ঘন করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল রায় দিয়েছে। দ্বিতীয়ত, কমিশনের অনুপস্থিতিতে একপাক্ষিক রায় হয়েছে এবং আপিল করা হয়নি। তৃতীয়ত, আইন মন্ত্রণালয়ের মতামতের আগেই রাত ১০টায় গেজেট প্রকাশ করা হয়।

 

চতুর্থত, মামলায় স্থানীয় সরকার বিভাগ ছিল না এবং রায়ে কোনো নির্দেশনা নেই। পঞ্চমত, শপথ না দেওয়ায় রিট দায়ের হয়েছে যা এখনো বিচারাধীন। ষষ্ঠত, বরিশাল সিটি করপোরেশন মামলায় ভিন্নমুখী সিদ্ধান্ত দিয়েছে ট্রাইব্যুনাল।

 

সপ্তমত, মেয়াদ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অষ্টমত, নির্বাচন কমিশনের চিঠিতে ‘আইনি জটিলতা না থাকলে’ পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে, অথচ একাধিক জটিলতা এখনো রয়েছে। নবমত, আইন মন্ত্রণালয়ের মতামত এখনো পাওয়া যায়নি। দশমত, আওয়ামী আমলের নির্বাচন বৈধ কি না, সেই প্রশ্নও প্রাসঙ্গিক।

 

আসিফ লেখেন, এসব জটিলতা নিরসনের আগে শপথ গ্রহণ সম্ভব নয়। আন্দোলনের মাধ্যমে গায়ের জোরে নগর ভবন দখল করায় সেবামূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

 

শেষে তিনি বলেন, এসব সমস্যা দূর হলে শপথ নিতে কোনো বাধা থাকবে না, তবে ইশরাক হোসেনের ব্যক্তিগত আক্রমণের কোনো কারণ তিনি খুঁজে পাননি এবং গোয়েন্দা তথ্য মতে, এই কর্মসূচি বিএনপির দলীয় নির্দেশনায় পরিচালিত হচ্ছে।

জনপ্রিয়

সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

ইশরাককে শপথ না পড়ানোর ১০টি কারণ জানালেন উপদেষ্টা আসিফ

প্রকাশিত: ২ মিনিট আগে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর পেছনে ১০টি জটিলতার কথা উল্লেখ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

সোমবার (১৯ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইশরাক হোসেনের প্রতি তার আক্রমণাত্মক ও অপমানজনক আচরণের কোনো যৌক্তিকতা তিনি খুঁজে পাননি।

 

আসিফ লেখেন, প্রথমত, হাইকোর্টের রায় লঙ্ঘন করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল রায় দিয়েছে। দ্বিতীয়ত, কমিশনের অনুপস্থিতিতে একপাক্ষিক রায় হয়েছে এবং আপিল করা হয়নি। তৃতীয়ত, আইন মন্ত্রণালয়ের মতামতের আগেই রাত ১০টায় গেজেট প্রকাশ করা হয়।

 

চতুর্থত, মামলায় স্থানীয় সরকার বিভাগ ছিল না এবং রায়ে কোনো নির্দেশনা নেই। পঞ্চমত, শপথ না দেওয়ায় রিট দায়ের হয়েছে যা এখনো বিচারাধীন। ষষ্ঠত, বরিশাল সিটি করপোরেশন মামলায় ভিন্নমুখী সিদ্ধান্ত দিয়েছে ট্রাইব্যুনাল।

 

সপ্তমত, মেয়াদ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অষ্টমত, নির্বাচন কমিশনের চিঠিতে ‘আইনি জটিলতা না থাকলে’ পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে, অথচ একাধিক জটিলতা এখনো রয়েছে। নবমত, আইন মন্ত্রণালয়ের মতামত এখনো পাওয়া যায়নি। দশমত, আওয়ামী আমলের নির্বাচন বৈধ কি না, সেই প্রশ্নও প্রাসঙ্গিক।

 

আসিফ লেখেন, এসব জটিলতা নিরসনের আগে শপথ গ্রহণ সম্ভব নয়। আন্দোলনের মাধ্যমে গায়ের জোরে নগর ভবন দখল করায় সেবামূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

 

শেষে তিনি বলেন, এসব সমস্যা দূর হলে শপথ নিতে কোনো বাধা থাকবে না, তবে ইশরাক হোসেনের ব্যক্তিগত আক্রমণের কোনো কারণ তিনি খুঁজে পাননি এবং গোয়েন্দা তথ্য মতে, এই কর্মসূচি বিএনপির দলীয় নির্দেশনায় পরিচালিত হচ্ছে।