ঢাকা , মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ইশরাককে শপথ না পড়ানোর ১০টি কারণ জানালেন উপদেষ্টা আসিফ আগস্টে বাংলাদেশ সফরে আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি ও কোষাধ্যক্ষ নিয়োগে সার্চ কমিটি গঠন নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও সংবিধান প্রণয়নের লক্ষ্য এনসিপির: নাহিদ ইসলাম ভিসা প্রক্রিয়ায় প্রতারণা এড়াতে সতর্কতা, কুয়েতের ভিসা মিলছে বিশেষ অনুমতি ছাড়াই সাত কলেজে অন্তর্বর্তী প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন এ কে এম ইলিয়াস জাতীয় ঐকমত্যের প্রশ্নে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত নেই: আলী রীয়াজ ১০ এসপিকে অতিরিক্ত ডিআইজির দায়িত্বসহ ১৭ কর্মকর্তাকে বদলি গাজার খান ইউনিসে জোরপূর্বক বাস্তুচ্যুতির নির্দেশ জারি করলো ইসরায়েল

জাতীয় ঐকমত্যের প্রশ্নে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত নেই: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, জাতীয় ঐকমত্য গঠনের প্রশ্নে এখন পর্যন্ত বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য কোনো দ্বিমত দেখা যায়নি।

 

সোমবার (১৯ মে) বিকেলে সংসদ ভবনের এলডি হলে সিপিবির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

 

আলী রীয়াজ বলেন, প্রথম ধাপের সংলাপে যেসব ভিন্নমত উঠে এসেছে, সেগুলোকে ভিত্তি করেই দ্বিতীয় ধাপে বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে একটি জাতীয় সনদের খসড়া প্রণয়ন সম্ভব হবে বলে তিনি আশা করছেন।

 

তিনি আরও জানান, গত দুই মাসের সংলাপে বহু বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একমত হওয়া গেছে। এসব মতামতের আলোকে দ্বিতীয় ধাপের সংলাপে একটি কার্যকর জাতীয় সনদ প্রণয়নের চেষ্টা চলছে।

 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, মোহাম্মদ আইয়ুব মিয়া এবং সঞ্চালক মনির হায়দার।

 

বৈঠকে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশের দাবি জানান এবং বলেন, এতে করে জনগণের মধ্যে নির্বাচন নিয়ে সংশয় দূর হবে।

 

তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলোকে পাঠানো স্প্রেডশিটে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ গেছে এবং জনগণের ভোটাধিকার, প্রশাসনিক নিরপেক্ষতা ও সাম্প্রদায়িক প্রচারণা ঠেকানো নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

 

উল্লেখ্য, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের এ কমিশন ১৫ ফেব্রুয়ারি কাজ শুরু করে এবং ২০ মার্চ থেকে ৩৩টি দল ও জোটের সঙ্গে সংলাপ করে।

জনপ্রিয়

সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

জাতীয় ঐকমত্যের প্রশ্নে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত নেই: আলী রীয়াজ

প্রকাশিত: এক ঘন্টা আগে

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, জাতীয় ঐকমত্য গঠনের প্রশ্নে এখন পর্যন্ত বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য কোনো দ্বিমত দেখা যায়নি।

 

সোমবার (১৯ মে) বিকেলে সংসদ ভবনের এলডি হলে সিপিবির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

 

আলী রীয়াজ বলেন, প্রথম ধাপের সংলাপে যেসব ভিন্নমত উঠে এসেছে, সেগুলোকে ভিত্তি করেই দ্বিতীয় ধাপে বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে একটি জাতীয় সনদের খসড়া প্রণয়ন সম্ভব হবে বলে তিনি আশা করছেন।

 

তিনি আরও জানান, গত দুই মাসের সংলাপে বহু বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একমত হওয়া গেছে। এসব মতামতের আলোকে দ্বিতীয় ধাপের সংলাপে একটি কার্যকর জাতীয় সনদ প্রণয়নের চেষ্টা চলছে।

 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, মোহাম্মদ আইয়ুব মিয়া এবং সঞ্চালক মনির হায়দার।

 

বৈঠকে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশের দাবি জানান এবং বলেন, এতে করে জনগণের মধ্যে নির্বাচন নিয়ে সংশয় দূর হবে।

 

তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলোকে পাঠানো স্প্রেডশিটে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ গেছে এবং জনগণের ভোটাধিকার, প্রশাসনিক নিরপেক্ষতা ও সাম্প্রদায়িক প্রচারণা ঠেকানো নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

 

উল্লেখ্য, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের এ কমিশন ১৫ ফেব্রুয়ারি কাজ শুরু করে এবং ২০ মার্চ থেকে ৩৩টি দল ও জোটের সঙ্গে সংলাপ করে।