চাঁদপুরের মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ নিষিদ্ধ ৪৬৫টি চায়না দুয়ারি জাল জব্দ করেছে। সোমবার (১৯ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নদীর বিভিন্ন অংশে এ অভিযান পরিচালিত হয়।
চাঁদপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, এসব জাল মূলত ছোট ও পোনা মাছ নিধনের জন্য ব্যবহৃত হয়। এগুলো চীনের তৈরি বিশেষ উপাদান দিয়ে তৈরি হওয়ায় “চায়না দুয়ারি” নামে পরিচিত।
অভিযান চালানোর সময় জাল ফেলে জড়িত জেলেরা নদী থেকে পালিয়ে যায় বলে জানান তিনি।
অভিযান শেষে জব্দ করা জালগুলো কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন এলাকায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা গেছে, ধ্বংস করা জালের বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।