পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (১৯ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
আবেদনে বলা হয়, মোহাম্মদ আলী মিয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। বিষয়টি অনুসন্ধানে একজন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি দেশত্যাগের চেষ্টা করছেন এবং বিদেশে পালিয়ে গেলে তদন্ত বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। এসব কারণেই তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন বলে আদালত অভিমত দেন।