ঢাকা , বুধবার, ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
দুদকের তলবে হাজির হননি উপদেষ্টার সাবেক দুই পিও নরসিংদী স্টেশনে তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন সিলেটে প্রথমবারের মতো চা প্রদর্শনী, চীন-বাংলাদেশ চা বাণিজ্যে নতুন সম্ভাবনা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে সরকার ৪১তম বিসিএস পুলিশ ক্যাডারের ৫ কর্মকর্তা চাকরি ছাড়লেন এসএসসি পরীক্ষার আগে শ্রেণিকক্ষে ভাঙচুর করে টিকটক ভিডিও, ৬ শিক্ষার্থী শনাক্ত চবির মূল ক্যাম্পাসে ফিরছে চারুকলা ইনস্টিটিউট, শুরু শ্রেণি কার্যক্রম আইন নিজের হাতে তুলে না নিতে নাগরিকদের প্রতি ডিএমপির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস ভয়াবহ চুকনগর গণহত্যা: ইতিহাসে উপেক্ষিত এক ট্র্যাজেডি

দুদকের তলবে হাজির হননি উপদেষ্টার সাবেক দুই পিও

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে কাজ করার সময় অবৈধ আয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির হননি সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসান।

 

মঙ্গলবার (২০ মে) তাদের দুদক কার্যালয়ে উপস্থিত থাকার কথা থাকলেও তারা কেউই হাজির হননি কিংবা সময় বাড়ানোর আবেদন করেননি বলে জানান দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

 

তিনি বলেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ তারা পেয়েছিলেন, কিন্তু গ্রহণ করেননি। তবে তাদের অনুপস্থিতির কারণে অনুসন্ধান থেমে থাকবে না। দুদকের আইন অনুযায়ী তদন্ত চলবে এবং নির্ধারিত সময় শেষে প্রতিবেদন জমা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে নামে-বেনামে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

 

গত ১৫ মে তাদের তলব করে চিঠি পাঠানো হয়। একই দিনে এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে ২১ মে এবং উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম হোসেনকে ২২ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়।

জনপ্রিয়

দুদকের তলবে হাজির হননি উপদেষ্টার সাবেক দুই পিও

দুদকের তলবে হাজির হননি উপদেষ্টার সাবেক দুই পিও

প্রকাশিত: এই মাত্র

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে কাজ করার সময় অবৈধ আয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির হননি সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসান।

 

মঙ্গলবার (২০ মে) তাদের দুদক কার্যালয়ে উপস্থিত থাকার কথা থাকলেও তারা কেউই হাজির হননি কিংবা সময় বাড়ানোর আবেদন করেননি বলে জানান দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

 

তিনি বলেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ তারা পেয়েছিলেন, কিন্তু গ্রহণ করেননি। তবে তাদের অনুপস্থিতির কারণে অনুসন্ধান থেমে থাকবে না। দুদকের আইন অনুযায়ী তদন্ত চলবে এবং নির্ধারিত সময় শেষে প্রতিবেদন জমা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে নামে-বেনামে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

 

গত ১৫ মে তাদের তলব করে চিঠি পাঠানো হয়। একই দিনে এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে ২১ মে এবং উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম হোসেনকে ২২ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়।