এসএসসি পরীক্ষার আগে বিদায় অনুষ্ঠানের দিন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফ্যান, লাইট, সিসি ক্যামেরা, চেয়ার ও টেবিল ভাঙচুর করে টিকটক ভিডিও তৈরি করেছে ছয়জন শিক্ষার্থী। মঙ্গলবার (২০ মে) সকালে স্বাধীন বাবু নামের এক শিক্ষার্থীর ফেসবুক প্রোফাইলে ভিডিওটি প্রকাশ পায়।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী শ্রেণিকক্ষে ভাঙচুর করে আনন্দ করছে এবং তা মোবাইলে ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। অভিযুক্তরা হলো—রহিত, মাসুদ, আপন, অর্ণব, মাসুম বিল্লাহ ও সামির। তারা সবাই ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানুল কবীর জানান, নিয়মমাফিক বিদায় অনুষ্ঠানের দিন এই ঘটনাটি ঘটে। প্রথমে বিষয়টি জানা না গেলেও ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্তদের শনাক্ত করে তাদের অভিভাবকদের অবহিত করা হয়েছে।
ঘটনাটি শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয়দের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্কুলের সাবেক শিক্ষক আব্দুল মান্নান বলেন, “এ ধরনের অপকর্ম আমাদের লজ্জিত করেছে।”
একজন সাবেক শিক্ষার্থী মনিরুজ্জামান বলেন, “আমরা যখন স্কুল ছাড়তাম, আবেগে চোখে জল আসত। এখনকার কিছু শিক্ষার্থীর আচরণ আমাদের সেই আবেগকে অপমানিত করেছে।”