ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১২ মে) সকালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের পিপুলবাড়ীয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের আওতাধীন বেনীপুর বিওপির একটি টহল দল এ অভিযান চালায়। হাবিলদার শাহীন মোল্লার নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৬১/১৮ থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রফিকুল ইসলামের আমবাগান এলাকায় অভিযান চালিয়ে রাস্তার উপর থেকে তাদের আটক করেন।
আটককৃতদের মধ্যে ৯ জন শিশু, ৩ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন। তারা খুলনা, নড়াইল ও বাগেরহাট জেলার বাসিন্দা।
বিজিবি জানায়, আটক ব্যক্তিরা ভালো বেতনের চাকরির আশায় বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যান। পরে তারা বাংলাদেশে ফেরার সময় ধরা পড়েন। আটককৃতদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।