দেশের বাজারে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার (১৩ মে) এ সংক্রান্ত ঘোষণা দিয়ে জানানো হয়, নতুন দাম আজ রাত ১২টা থেকেই কার্যকর হবে।
বিইআরসি জানায়, আইন অনুযায়ী বিপিসি ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রস্তাব, গণশুনানি ও তথ্য বিশ্লেষণের পর অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট এ-১ ফুয়েলের মূল্যহার নতুন করে নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে জেট এ-১ ফুয়েলের দাম প্রতি লিটার ৯৩.৫৭ টাকা (শুল্ক ও মূসকসহ)।আন্তর্জাতিক ফ্লাইটে দেশি-বিদেশি এয়ারলাইন্সের জন্য দাম প্রতি লিটার ০.৬০৬৬ মার্কিন ডলার (শুল্ক ও মূসকমুক্ত)।এ ছাড়া, বিপিসির মজুত ও বিপণন চার্জ নির্ধারণ হয়েছে প্রতি লিটার ৪.০৪ টাকা। পিওসিএলের বিপণন চার্জ নির্ধারণ হয়েছে প্রতি লিটার ০.৮৮ টাকা।
এর আগে, অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার ১১১ টাকা এবং আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার ০.৭৫ ডলারে বিক্রি হচ্ছিল জেট ফুয়েল।
জেট ফুয়েল সরবরাহ পাওয়া যায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে।