বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, নতুন উপাচার্য নিয়োগ না দেওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. তৌফিক আলম অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পালন করবেন।
শিক্ষার্থীদের ২৯ দিনব্যাপী চলমান আন্দোলনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তারা প্রথমে ২২ দফা, পরে ৪ দফা এবং সবশেষে উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলনে নামেন। আন্দোলনের অংশ হিসেবে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শাটডাউন এবং আমরণ অনশন কর্মসূচি পালন করা হয়।
২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের পঞ্চম এবং প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শুচিতা শরমিন। তিনি মনোবিজ্ঞানে বিএসসি ও এমএসসি শেষ করে কর্মজীবন শুরু করেন এবং আন্তর্জাতিক জার্নালে ৪৫টিরও বেশি গবেষণা নিবন্ধ ও তিনটি বই প্রকাশ করেন।
প্রজ্ঞাপন জারি হওয়ার পর আন্দোলনরত শিক্ষার্থীরা প্রভাতফেরি ও আনন্দ মিছিল করে নিজেদের বিজয় উদযাপন করে।