ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না পাওয়ার সমস্যার কারণে প্রায় সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর আবার সচল হয়েছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা।
মঙ্গলবার (১৩ মে) রাতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, ওটিপি সরবরাহকারী প্রতিষ্ঠানের সিস্টেম সমস্যার সমাধান হয়েছে। ফলে মঙ্গলবার বিকেলের পর থেকে পাঠানো ওটিপিগুলো এখন ডেলিভারি হচ্ছে এবং আগামীকাল (১৪ মে) সকাল থেকে এনআইডি সংক্রান্ত সব সেবা স্বাভাবিকভাবে পাওয়া যাবে।
তিনি আরও জানান, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এনআইডি সেবা বন্ধ ছিল। সমস্যা নিরসনের পর এখন সেবাগুলো আবারও চালু করা হয়েছে।