জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশের তারিখ ঘোষণা করেছে। আগামী ১৬ মে ঢাকার গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
মঙ্গলবার (১৩ মে) রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুব উইংয়ের সমন্বয়কারী তরিকুল ইসলাম, এস এম শাহরিয়ার, তুহিন মাহমুদ, নাহিদা বুশরা প্রমুখ।
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ২৮ ফেব্রুয়ারি এনসিপি আত্মপ্রকাশের পর দেশের প্রতিটি জেলার মানুষের সঙ্গে সংলাপ করা হয়েছে এবং যুব সংগঠন গঠনের বিষয়ে মতামত গ্রহণ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় ‘জাতীয় যুবশক্তি’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।