মোংলা বন্দরে ‘রিবন বা ফিতা’ আমদানির ঘোষণা দিয়ে আইন বহির্ভূতভাবে ৭ কোটি ৮০ লাখ টাকার বিদেশি সিগারেট আমদানির ঘটনায় ঢাকার ‘মুন্না এন্টার প্রাইজ’ নামে এক আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ উঠেছে। বর্তমানে প্রতিষ্ঠানটির হদিস মিলছে না বলে জানিয়েছে মোংলা কাস্টমস হাউস।
মোংলা কাস্টমস সূত্র জানায়, ২৬ এপ্রিল সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি কোটা রেষ্টু নামের জাহাজে ২০ ফুট দৈর্ঘ্যের একটি কন্টেইনারে এসব পণ্য আনা হয়। কাগজপত্রে ঘোষণায় ‘রিবন’ উল্লেখ থাকলেও, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৩ মে সন্ধ্যায় কন্টেইনারটি খোলা হলে দেখা যায়, সেখানে রয়েছে আরব আমিরাতের ওরিস সিলভার ব্র্যান্ডের ৭৮ লাখ সিগারেট।
কাস্টমস কর্মকর্তারা জানান, এই পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৮০ লাখ টাকা। অথচ প্রকৃত ঘোষণা ও শুল্ক পরিশোধ সাপেক্ষে এর মূল্য হতো প্রায় ৫ কোটি ৪ লাখ টাকা।
মোংলা কাস্টম হাউসের সহকারী কর্মকর্তা মো. রুবেল হাসান এবং কমিশনার মুহম্মদ শফিউজ্জামান জানিয়েছেন, আমদানিকারক প্রতিষ্ঠানটি শুল্ক ফাঁকি দিয়ে প্রতারণার চেষ্টা করেছে। কাস্টমস আইন অনুযায়ী জড়িতদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে বন্দরে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানান তারা।