সর্বজনীন পেনশন স্কিমের আওতায় রেজিস্ট্রেশন এবং চাঁদার টাকা সংগ্রহে আরও ১২টি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এতে করে এ কর্মসূচি বাস্তবায়নে যুক্ত ব্যাংকের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪টিতে।
বৃহস্পতিবার (১৫ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মেলনকক্ষে এই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ১২ ব্যাংকের এমডি ও সিইও ছাড়াও জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নতুন যুক্ত হওয়া ১২ ব্যাংক:
এবি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আইএফআইসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক,প্রিমিয়ার ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক।
আগে থেকেই যুক্ত ১২ ব্যাংক:
সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক,রূপালী ব্যাংক,জনতা ব্যাংক,বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি),রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব),প্রাইম ব্যাংক,ডাচ্-বাংলা ব্যাংক,ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল),মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক।
পেনশন কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের সব দেশীয় মালিকানাধীন ব্যাংককে এ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে।