আবাসনব্যবস্থা উন্নয়ন ও দ্বিতীয় ক্যাম্পাস প্রজেক্ট বাস্তবায়নসহ চার দফা দাবিতে আগামী শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে সমাবেশের ডাক দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ে জুমার নামাজের পর গণঅনশনে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।
গত কয়েকদিন ধরে দাবিগুলো নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরেও তারা কাকরাইল মসজিদের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয় কার্যক্রম শাটডাউনের ঘোষণা দিয়ে আন্দোলন চালিয়ে যাবেন।