আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দেওয়ার একদিন পর কুষ্টিয়া ও রাজধানীর হাতিরঝিল থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ মে) বনানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানায়।
নব্বইয়ের দশকে সুব্রত বাইন মগবাজারে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও হত্যাসহ অপরাধ জগত গড়ে তোলেন। মোল্লা মাসুদ ত্রাস হিসেবে পরিচিত ছিলেন মতিঝিল ও গোপীবাগ এলাকায়। ২০০১ সালের ২৫ ডিসেম্বর প্রকাশিত শীর্ষ ২৩ সন্ত্রাসীর তালিকায়ও ছিল তাদের নাম।
তাদের ধরতে একপর্যায়ে রেড অ্যালার্ট ও পুরস্কার ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তবুও তারা ছিল ধরাছোঁয়ার বাইরে। অবশেষে মঙ্গলবার সকালে সেনাবাহিনী কুষ্টিয়া ও হাতিরঝিলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। সঙ্গে আটক করা হয় তাদের সহযোগী শুটার আরাফাত ও শরীফকে।
সংবাদ সম্মেলনে আইএসপিআর জানায়, জনগণের নিরাপত্তা নিশ্চিত ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সদা প্রস্তুত। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।