ঢাকা , বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
শাহবাগীদের বিচার দাবি হেফাজতের, জুলাইয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সুস্পষ্ট লঘুচাপ ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা, ছয় বিভাগে অতিভারি বর্ষণের পূর্বাভাস হয়রানিমূলক মামলা প্রত্যাহারে রাজনৈতিক দলগুলোর সহায়তা চায় সরকার কুকি-চিনের ইউনিফর্ম সন্দেহে চট্টগ্রামে গার্মেন্টস থেকে ফের ১৫ হাজার পোশাক জব্দ বাংলাদেশে পরিবেশবান্ধব পোশাক কারখানার সংখ্যা বেড়ে ২৪৪ ঈদুল আজহা উপলক্ষে পাঁচদিন পত্রিকা প্রকাশ বন্ধ থাকবে নাম বদলানো হলো ১৯৫টি স্টেডিয়াম ও ক্রীড়া স্থাপনার বোরো সংগ্রহ সফল হবে বলে আশা খাদ্য উপদেষ্টার ২০২৫ সালের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার অনলাইন জুয়া নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি ব্যবহারের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

অনলাইন জুয়ায় এক হাজারের বেশি এমএফএস এজেন্ট শনাক্ত করেছে সিআইডি

অনলাইন জুয়ার লেনদেনে জড়িত এক হাজারেরও বেশি মোবাইল ব্যাংকিং (এমএফএস) এজেন্টকে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংস্থাটি।

 

সিআইডি জানায়, সদ্য জারি হওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী সারা দেশে অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। অনলাইনভিত্তিক এ ধরনের অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে তারা।

 

এজেন্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের লাইসেন্স বাতিল ও অর্থদণ্ড আরোপের লক্ষ্যে তালিকা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে।

 

সংস্থাটি আরও জানায়, মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিচালিত অনলাইন জুয়ায় অনেকেই সহজে অর্থ উপার্জনের আশায় জড়িয়ে পড়ছে, যা আর্থিক বিপর্যয়, পারিবারিক সহিংসতা ও আত্মহত্যার মতো ঘটনার কারণ হচ্ছে।

 

সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২০ ধারা অনুযায়ী অনলাইন জুয়া খেলা, জুয়া-সংক্রান্ত অ্যাপ বা পোর্টাল তৈরি ও প্রচার শাস্তিযোগ্য অপরাধ। এর জন্য ২ বছর পর্যন্ত কারাদণ্ড, ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। ২১ ও ২২ ধারায় লেনদেন, প্রতারণা ও জালিয়াতিও নিষিদ্ধ।

 

সিআইডি নাগরিকদের অনুরোধ করেছে অনলাইন জুয়া ও বেটিংয়ে অংশ না নিতে এবং পরিবার, বিশেষ করে তরুণদের সচেতন করতে। সন্দেহভাজন অ্যাপ, ওয়েবসাইট বা মোবাইল নম্বর সম্পর্কে তথ্য জানাতে বলা হয়েছে সিআইডির সাইবার পুলিশ সেন্টারে (হটলাইন: ০১৩২০০১০১৪৬, ০১৩২০০১০১৪৭, ০১৩২০০১০১৪৮)।

জনপ্রিয়

শাহবাগীদের বিচার দাবি হেফাজতের, জুলাইয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

অনলাইন জুয়ায় এক হাজারের বেশি এমএফএস এজেন্ট শনাক্ত করেছে সিআইডি

প্রকাশিত: ০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

অনলাইন জুয়ার লেনদেনে জড়িত এক হাজারেরও বেশি মোবাইল ব্যাংকিং (এমএফএস) এজেন্টকে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংস্থাটি।

 

সিআইডি জানায়, সদ্য জারি হওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী সারা দেশে অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। অনলাইনভিত্তিক এ ধরনের অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে তারা।

 

এজেন্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের লাইসেন্স বাতিল ও অর্থদণ্ড আরোপের লক্ষ্যে তালিকা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে।

 

সংস্থাটি আরও জানায়, মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিচালিত অনলাইন জুয়ায় অনেকেই সহজে অর্থ উপার্জনের আশায় জড়িয়ে পড়ছে, যা আর্থিক বিপর্যয়, পারিবারিক সহিংসতা ও আত্মহত্যার মতো ঘটনার কারণ হচ্ছে।

 

সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২০ ধারা অনুযায়ী অনলাইন জুয়া খেলা, জুয়া-সংক্রান্ত অ্যাপ বা পোর্টাল তৈরি ও প্রচার শাস্তিযোগ্য অপরাধ। এর জন্য ২ বছর পর্যন্ত কারাদণ্ড, ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। ২১ ও ২২ ধারায় লেনদেন, প্রতারণা ও জালিয়াতিও নিষিদ্ধ।

 

সিআইডি নাগরিকদের অনুরোধ করেছে অনলাইন জুয়া ও বেটিংয়ে অংশ না নিতে এবং পরিবার, বিশেষ করে তরুণদের সচেতন করতে। সন্দেহভাজন অ্যাপ, ওয়েবসাইট বা মোবাইল নম্বর সম্পর্কে তথ্য জানাতে বলা হয়েছে সিআইডির সাইবার পুলিশ সেন্টারে (হটলাইন: ০১৩২০০১০১৪৬, ০১৩২০০১০১৪৭, ০১৩২০০১০১৪৮)।