ন্যাশনাল ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে এখন থেকে ‘ন্যাশনাল ব্যাংক পিএলসি’ করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।
বাংলাদেশ ব্যাংক জানায়, কোম্পানি আইন, ১৯৯৪ এর ১১ক(ক) ধারা এবং বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর ৩৭(২)(সি) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে সই করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর ড. মো. কবির আহাম্মদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।
২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, দেশের সব বাণিজ্যিক ব্যাংকের নামের শেষে ‘পাবলিক লিমিটেড কোম্পানি’ বা ‘পিএলসি’ যোগ করা বাধ্যতামূলক। এই নির্দেশনার অংশ হিসেবেই ধাপে ধাপে সব ব্যাংক নাম পরিবর্তন করছে।